নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৩ মে ২০২৫

ফতুল্লায় গার্মেন্টস কর্মীর অপহৃত শিশু পুত্র উদ্ধার, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫২, ২ মে ২০২৫

ফতুল্লায় গার্মেন্টস কর্মীর অপহৃত শিশু পুত্র উদ্ধার, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক তরুনী গার্মেন্টস কর্মীর এক বছরের শিশু পুত্রকে অপহরন করে পালিয়েছে।

এঘটনায় দায়ের করা মামলায় অপহরনকারী তরুনীসহ এক নারীকে গ্রেপ্তার করে শিশুকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানার জমশেদপুর মান্দারপুর গ্রামের নাছির মিয়ার মেয়ে লিজা (২২) ও একই থানার মধ্যপাড়া শ্যামবাড়ী এলাকার আব্দুল ছামাদ ভূইয়ার মেয়ে শিউলি আক্তার (৩৫)।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, ফাতেমা আক্তার (৫০) স্বামীকে ডিভোর্স দিয়ে ফুফু সাহারা খাতুন ও তিন বছরের মেয়ে এক বছরের শিশু পুত্র সাফিনকে নিয়ে ফতুল্লার ভোলাইল মিষ্টির দোকান এলাকার আলম কন্ট্রাক্টরের ভাড়াটিয়া বাড়িতে ভাড়া থেকে গার্মেন্টসে কাজ করেন।

গত ২৯ এপ্রিল গ্রেপ্তারকৃত লিজাকে তার রুমে সাবলেট ভাড়া দেয় ফাতেমা। তারপর দিন ৩০ এপ্রিল দুপুরে ফাতেমার শিশু পুত্র সাফিনকে নিয়ে লিজা তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানার জমশেদপুর মান্দারপুর গ্রামে চলে যায়। 

গার্মেন্টসের কাজ শেষে ফাতেমা বাসায় এসে জানতে পারেন তার শিশু পুত্রকে নিয়ে লিজা পালিয়ে গেছে। এঘটনায় থানায় মামলা করেন ফাতেমা। 

পরে প্রযুক্তির মাধ্যমে লিজার সন্ধান পেয়ে তাকে ও তার সহযোগীকে গ্রেপ্তারের পর শিশুটিকে উদ্ধার করে ফাতেমার কাছে বুজিয়ে দেয়া হয়।