নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৩ মে ২০২৫

সোনারগাঁয়ে জঙ্গি সোহানের প্রথম সহযোগী আমজাদ রকি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২৯, ২ মে ২০২৫

সোনারগাঁয়ে জঙ্গি সোহানের প্রথম সহযোগী আমজাদ রকি গ্রেপ্তার

সোনারগাঁয়ে জঙ্গি সোহানের সহযোগী গ্রেপ্তার। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাত সর্দারের প্রথম সহযোগী আমজাদ রকি (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২ মে) সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত আসামী আমজাদ রকি (২৮) সে এবং তার সহযোগী ডাকাত চক্রের অন্যান্য সদস্য জঙ্গী সোহান (৩০), ইয়াছিন আরাফাত (২২), মোঃ শাওন (২৫), আকাশ (২৩),  রুবেল (২৮), মোঃ পিয়েল (২৬), জাকারিয়া (৩০), নয়ন বন্ড (৩০), রানা (৩০),  ফরিদ ওরফে (বোম ফরিদ) (৩০), জসিম ওরফে (কাঠ গুন্ডা জসিম) (৩০) সহ অন্যান্য ডাকাতেদের নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাস্তায় ডাকাতি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে আসামি রকি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানান, আমজাদ রকি নামে একজনকে গ্রেপ্তার করে আদালত সোপর্দ করা হয়েছে।
 

সম্পর্কিত বিষয়: