বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সোনারগাও রয়েল রিসোর্টে আলেম ওলামাদের নিয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ, তার অবস্থা সংকটাপন্ন। তাকে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছিল।
তিনি মারাত্মক অসুস্থ হওয়ার পরও চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়া হয়নি। কারাগারের ভেতর তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। তারেক রহমানকেও মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে দেশের মানুষ শান্তিতে ছিল না।
রেজাউল করিম আরও বলেন, বেগম খালেদা জিয়া সুস্থ হলে দেশের উন্নতি হবে। এদেশে আবার শান্তি শৃঙ্খলা ফিরে আসবে।
সোনারগাঁও উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা খন্দকার আবু জাফর আহমেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ওয়ালিউর রহমান আপেল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।
এছাড়া উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


































