
নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এর শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৩ আগষ্ট) দুপুরে দুদুকের পক্ষ থেকে দেওভোগ শিশুবাগ ও আলী আহমদ চুনকা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা সামগ্রী বিতরণ করেন দুনীতি দমন প্রতিরোধ কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখা।
শিক্ষার্থীদের মাঝে দেওয়া শিক্ষা সামগ্রীর মধ্যে ছিলো টিফিন বক্স, ছাতা, পানির বোতল ও জ্যামিতি বক্স।
এ সময় উপস্থিত ছিলেন- আলী আহমদ চুনকা বালিকা বিদ্যালয়ের সভাপতি আহমেদ আলী রেজা উজ্জল, দুনীতি দমন প্রতিরোধ কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখারর সভাপতি মাজাহার হোসেন মাজুম, সাধারণ সম্পাদক বাবুল কৃষ্ণ সাহা, ভাইস প্রেসিডেন্ট মো. জলিল উদ্দিন দুলাল, শিশুবাগ স্কুলের প্রধান শিক্ষিকা ও আলী আহমদ চুনকা বালিকা বিদ্যালয়ের প্রিন্সিপালসহ আরও অনেকে।