
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর ৬০তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন ৯২নং জালকুড়ি উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বুধবার ( ১৮ অক্টোবর ) দুপুরে জালকুড়ি উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে কেক কেটে শহীদ শেখ রাসেল এর ৬০তম জন্মদিন উদযাপন করা হয় ।
এতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগ ও ৯২নং জালকুড়ি উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান সহ সভাপতি ম্যানেজিং কমিটি মো. নূর হোসেন, ৯২নং জালকুড়ি উত্তর সরকার প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামাল হোসেন,
আরও উপস্থিত ছিলেন, সাবেক প্রধান শিক্ষক, সুলতানা নীলা, ৯২নং জালকুড়ি উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নানসহ সহকারী শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবক বৃন্দ।