
শিশুবাগ বিদ্যালয় ও আলী আহাম্মদ চুনকা বালিকা উচ্চ বিদ্যালয়য়ের গভনিং বডির সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আগামী দিনের স্মার্ট বাংলাদেশের নাগরিক হতে প্রস্তুত হও। সু শিক্ষায় শিক্ষিত হও।
রোববার ( ১১ ফেব্রুয়ারি) দুপুরে আলী আহাম্মদ চুনকা বালিকা উচ্চ বিদ্যালয় ২০২৪ সালের এস. এস. সি. পরীক্ষার্থীদের " বিদায় অনুষ্ঠান" কুরআন, ও গীতা অনুষ্ঠানে তিনি একথা বলেন।
শিক্ষা হলো একটি দেশ একটি জাতির অগ্রগতির মূল চালিকা শক্তি। এই বিবেচনায় বলা হয়, "শিক্ষাই জাতির মেরুদণ্ড"। অর্থাৎ একজন মানুষ যেমনি মেরুদণ্ড সোজা করে স্থির দাঁড়াতে পারেন, ঠিক তেমনি একটি জাতির ভিত্তিমূল, উন্নয়ন, অগ্রগতি এবং সামনের দিকে এগিয়ে যাওয়া নির্ভর করে তার শিক্ষার উপর। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত, সভ্য এবং অগ্রসর।
পরে তিনি বিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার তুলে দেন।