নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০২ মে ২০২৪

 বোস কেবিন মালিক-শ্রমিক সমঝোতা চুক্তি, ২৬ শ্রমিক পেল ৪০ লাখ টাকা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০১, ২৫ ডিসেম্বর ২০২৩

 বোস কেবিন মালিক-শ্রমিক সমঝোতা চুক্তি, ২৬ শ্রমিক পেল ৪০ লাখ টাকা

নারায়ণগঞ্জের ১০৩ বছরের পুরনো বোস কেবিনের মালিকানা বিক্রি হয়ে যাওয়ায় শ্রমিকরা শ্রম আইন অনুযায়ী তাদের প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত হয়ে পরে।

৪ যুগের বেশি কর্মরত শ্রমিকগণ দাবী আদায়ের জন্য বিগত ২ মাস যাবৎ আন্দোলন চালিয়ে আসছিল। শ্রমিকগণের ন্যায্য দাবী আদায়ের জন্য কলকারখানা অধিদপ্তরে অভিযোগ দায়ের করা হয়। 

শ্রমিকনেতা এড. মাহবুবুর রহমান ইসমাইল উক্ত আন্দোলনে শ্রমিকদের আইনগত সহায়তা প্রদান করেন।

ডি আই জি অফিসে অভিযোগ দিয়েও দাবী আদায় সম্ভব না হলেও সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টায় ইসমাইল ল’ চেম্বারে বোস কেবিনের নতুন মালিক নির্মল দাস এবং সকল শ্রমিকগনের উপস্থিতিতে এড. মাহবুবুর রহমান ইসমাইলের মধ্যস্থতায় একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

সমঝোতা চুক্তি অনুযায়ী ২৬ শ্রমিক পেল ৪০ লাখ টাকা। চুক্তি অনুযায়ী নতুন মালিকানাধীনে কর্মরত শ্রমিকগণ চাকুরী করবেন এবং নিউ বোস কেবিনটি চলমান থাকবে।
 

সম্পর্কিত বিষয়: