নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শহরে প্রগতিশীল ছাত্র জোটের সমাবেশ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০২:১১, ১৮ অক্টোবর ২০২১

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শহরে প্রগতিশীল ছাত্র জোটের সমাবেশ 

সারাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে প্রগতিশীল ছাত্র জোটের উদ্যোগে নারায়ণগঞ্জে ছাত্র সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলা সংসদের সহকারি সাধারণ সম্পাদক সংহতি ঘোষ রমার সভাপতিত্বে এ সমাবশে ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 


সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ রাতুলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি মুন্নি সরদার, সহ-সভাপতি রিনা আক্তার, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নারায়ণগঞ্জ শহর সংসদের সভাপতি চিত্রা ঘোষ পরমা , শহর সংসদের সাংগঠনিক সম্পাদক ইফাত ইমতিয়াজ অয়ন্ত প্রমুখ।


সমাবেশে নেতৃবৃন্দ বলেন,  কুমিল্লার নানুয়া দিঘির পাড়ের হিন্দু সম্প্রদায়ের পূজা মন্ডপে হনুমানের মূর্তির উপর কোরাআন রাখাকে কেন্দ্র করে উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠী মন্দির ভাংচুর করে। এর সাথে সাথে দেশের বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের মন্দির ভাংচুর, ঘর-বাড়িতে  হামলা ও নির্যাতন চালায়। এতে সারাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে। 


সাম্প্রদায়িক সন্ত্রাসীদের বিরূদ্ধে প্রসাশনের দৃঢ় পদক্ষেপ আমরা দেখিনি। এর দায় বর্তমান সরকার এড়াতে পারে না। অতীতের রামু, নাসিরনগর, অভায়নগর, শাল্লাসহ বিভিন্ন স্থানে হিন্দু, বৌদ্ধ, আদিবাসী সম্প্রদায়ের উপর হামলার বিচার যদি হতো তাহলে নতুন করে এই ঘটনার সৃষ্টি হতো না। ঘটনার সাথে যুক্ত সকল সাম্প্রদায়িক মৌলবাদী সন্ত্রাসী ও মূল হোতাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এর সাথে সাথে ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।


নেতৃবৃন্দ হিন্দুসহ সকল ধর্মাবলম্বী মানুষদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানাই। 
 

সম্পর্কিত বিষয়: