নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০২ মে ২০২৪

সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়নে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৩, ৩০ মে ২০২২

সোনারগাঁয়ে সনমান্দী ইউনিয়নে শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ

সোনারগাঁ উপজেলা সোমবার দুপুর ১২টায়  সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ্ অর্থায়নে ৪৫নং ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে ব্যাগ বিতরণ করলেন  সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহিদ হাসান জিন্নাহ।  


বিদ্যালয় ম্যানজিং কমিটির সভাপতির ইন্জিনিয়ার নাজমুলের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল হালিমের সঞ্চালনা আরও উপস্থিত ছিলেন ডেপুটি রেজিস্ট্রার ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এনামুল হক,সনমান্দী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য শহীদ বাদশা ভূঁইয়া, ৪নং ওয়ার্ড সদস্য দেলোয়ার হোসেন, ৭নং ওয়ার্ড সদস্য এস এম আলমগীর,৪.৫.৬ নং সরংক্ষিত মহিলা মিনারা আক্তার,  সনমান্দী ইউনিয়ন ৩নং ওয়ার্ডের সভাপতি শামসু খলিফা,বিশিষ্ট সমাজ সেবক জিন্নত আলী প্রধান, বিশিষ্ট সমাজসেবক হাজী আবদুল গাফফার, সচিব সনমান্দী ইউনিয়ন পরিষদ বদিউজ্জামান,বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা আক্তার সহকারী শিক্ষক বৃন্দ।


ব্যাগ বিতরণ শেষে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সনমান্দী  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ বলেন, ‘কোমলমতি শিক্ষার্থীরা যাতে আনন্দ পায়, স্কুলে আসে তাই এ উদ্যোগ। সবার একই রকম বই, একই রকম স্কুল ড্রেসের সঙ্গে একই রকম ব্যাগ ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাইকে একই কাতারে নিয়ে আসবে।

 

এতে করে সবার পড়ালেখার প্রতি আগ্রহ বাড়াবে। আশা করি, অভিভাবকরা সন্তানদের লেখাপড়ায় যত্নবান হবেন।’ এ সময় তিনি শিক্ষার গুণগত মান বাড়াতে শিক্ষক, অভিভাবকসহ সবার সহযোগিতা কামনা করেন।