নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০২ মে ২০২৪

বাড়ছে অস্থিরতা, মাঠে নেই ত্যাগী ও তৃনমূল নেতার্মীরা

সোনারগাঁয়ে ছাত্রদল সভাপতির বিতর্কিত কর্মকান্ডে বাড়ছে ক্ষোভ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩০, ৫ মার্চ ২০২৪

সোনারগাঁয়ে ছাত্রদল সভাপতির বিতর্কিত কর্মকান্ডে বাড়ছে ক্ষোভ 

বছরের শুরুর দিকেই বেপরোয়া হয়ে পড়েছে সোনারগাঁ উপজেলা ছাত্রদল সভাপতি জাকারিয়া ভূইয়া।  কথায় কথায় ইউনিয়ন কমিটি বিলুপ্ত করে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে।

নিজেদের মধ্যকার আধিপত্য, অন্তকোন্দল, নেতৃত্বে দ্বন্দ্বে লিপ্তসহ নানা বিতর্কিত ও নেতিবাচক কর্মকাণ্ডে শিরোনামে মধ্যমণি হয়েছে এ শাখা ছাত্রদলের আহবায়ক জাকারিয়া ভূইয়া। 

তার একের পর এক অপকর্মের ফলে বিনষ্ট হচ্ছে থানা ছাত্রদলের অভ্যন্তরীণ পরিবেশ। থানা ছাত্রদলের কমিটির সদস্যদের অবমূল্যায়ন ও গ্রুপিংয়ের কারনে টেনে ধরা যাচ্ছে না অস্থিরতার লাগাম। 

এতে করে সংগঠনের অর্জন, সাফল্য ম্লান হচ্ছে বলে ধারণা করছেন সাবেক ছাত্রদল নেতাকর্মীরা। সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলকে নিয়ে তৈরি হচ্ছে নেতিবাচক মনোভাব।

তবে সংশ্লিষ্টরা মনে করছেন, সোনারগাঁ থানা ছাত্রদলের লাগাম টেনে ধরতে অতিদ্রুত সময়ের মধ্যে কমিটির পূর্নাঙ্গকরন, বেপরোয়াদের দল থেকে বহিষ্কার ও ত্যাগী নেতা-কর্মীদের কাউন্সিলিং করা হলে পুনরায় প্রাণের সঞ্চার হবে এই শাখাটিতে। 

অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে এই কোন্দল চলে এলেও তা নিরসনে জেলা বা কেন্দ্রীয় ছাত্রদলের তেমন কোনো কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। এমনকি সরকার বিরোধী কোনো কর্মসূচিতেও দেখা যায় নি সোনারগাঁ থানা ছাত্রদল কে। যাই হচ্ছে তা অলিগলিতে ফটোশেসন পর্যন্তই থেকে যাচ্ছে। 

অধিকাংশ ক্ষেত্রেই জেলা ছাত্রদল অপরাধীদের শাস্তি নিশ্চিত না করে গ্রুপিংকেই সমস্যা সমাধানের পথ হিসেবে বেছে নিয়েছে। ফলে সোনারগাঁয়ে ছাত্রদলে অন্তত ৪ থেকে ৫ টি গ্রুপ আলাদা আলাদা বলয়ে রাজনীতি করে আসছে।

ছাত্রদল নেতাদের মন্তব্য, খুব দ্রুত নতুন কমিটি করা না হলে ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংগঠিত এই অন্তর্কোলাহল এক সময় সংঘর্ষে রুপ নিবে।

সোনারগাঁ উপজেলা ছাত্রদল কমিটির একাদিক যুগ্ন আহবায়ক ও সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, ‘ছাত্রদল নেতাকর্মীরা এখন নিজেরাই নিজেদের প্রতিপক্ষ।

কথা কাটাকাটিসহ অনলাইন অফলাইনে বিভিন্ন কারণে প্রায়ই তর্ক বির্তকে লিপ্ত হচ্ছে তারা। সদস্য সচিব জহিরুল ইসলাম জনির অনুপস্থিতিতে সভাপতি জাকারিয়া ভূইয়া র তান্ডবে কোনঠাসা কমিটির বাকী সদস্যরা।

নাম প্রকাশ না করার শর্তে এক যুগ্ন আহবায়ক জানান জাকারিয়া ভূইয়া সোনারগাঁয়ে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মশিউর রনি ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান শান্তর এজেন্ট হিসেবে কাজ করে।

মশিউর রহমান শান্তই তার ভাত কাপড়ের ব্যবস্থা করে থাকে। তার দয়ায় যোগ্য না হয়েও জাকারিয়া ভূইয়া, মোহাম্মদ শাহজালাল ও টিকটকার তাইজুল ছাত্রদলের উপজেলা কমিটিতে এসেছে।

সবশেষ গত ২৩ ফেব্রুয়ারি সোনারগাঁ উপজেলাধীন বারদী ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত করে থানা ছাত্রদলের আহবায়ক জাকারিয়া ভূইয়া। প্রেস বিজ্ঞপ্তিতে দেখা যায় আহবায়ক জাকারিয়া তার নিজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বারদি ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত করে। 

তাতে লেখা ছিলো থানা ছাত্রদলের সিদ্ধান্ত মোতাবেক বারদী ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্ত করা হলো। থানা ছাত্রদল কমিটির সিংহভাগ সদস্যদের সাথে কথা বলে যানা যায় বারদী ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্তির বিষয়ে তারা কিছুই জানে না। 

ৎআহবায়ক জাকারিয়া ভূইয়ার একক সিদ্ধান্তে বারদী ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্তি করেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে বইছে সমালোচনার ঝড়। 

জানা যায় সোনারগাঁ উপজেলা ছাত্রদল এর আহবায়ক জাকারিয়া ভূইয়া জেলা ছাত্রদলের সাবেক কমিটির সভাপতি মশিউর রনি ও যুগ্ন সাধারণ সম্পাদক মশিউর শান্ত গ্রুপের রাজনীতির সাথে জড়িত। 

অপর পক্ষে বারদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জহিরুল ও সাধারণ সম্পাদক আজহারুল সোহেল জেলা ছাত্রদলের সাবেক কমিটির সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব গ্রুপের রাজনীতির সাথে জড়িত। 

দীর্ঘদিন চেষ্টার পরেও বারদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জহিরুল ও সাধারণ সম্পাদক আজহারুল সোহেল কে আহবায়ক জাকারিয়া ভূইয়া তার প্যানেলের রাজনীতিতে যুক্ত করতে না পেরে এবং তার অনুসারীদের হাতে বারদী ইউনিয়ন ছাত্রদল তুলে দিতে নিজের একক স্বাক্ষরে পূর্বের কমিটি বিলুপ্ত করে দেয়।

বারদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জহিরুল খান জানান থানা ছাত্রদলের আহবায়ক জাকারিয়া ভূইয়া আমার কাছে ২০ হাজার টাকা দাবী করে, টাকা না দিলে কমিটি বিলুপ্ত করে দেওয়ার হুমকি দেয়। 

সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সোহেল জানান কমিটি হওয়ার পর রাজনৈতিক কারনে আমি দেশের বাহিরে অবস্থান করি। সেই সুবাদে আহবায়ক জাকারিয়া ভূইয়া আমার কাছে একটা স্মার্টফোন চায় উৎকোচ হিসেবে চায়। আমি তার দাবী প্রত্যাখ্যান করলে সে আমাদের কমিটি বিলুপ্ত করে দেওয়ার হুমকি দেয়। 

কমিটি বিলুপ্তির ব্যাপারে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক শাকিল আহমেদের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে শাকিল আহমেদ জানান, বারদী ইউনিয়ন ছাত্রদলের কমিটি বিলুপ্তির বিষয়টি আমি ফেসবুকে দেখেছি। এই ব্যাপারে জেলা ছাত্রদলের বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক কিছুই জানে না এবং তারা কোনো সিদ্ধান্ত দেয় নি। 

জেলা ছাত্রদলের দপ্তর থেকে সোনারগাঁ থানা ছাত্রদল এর আহবায়ক জাকারিয়া ভূইয়া কে শোকজ করেছি। জাকারিয়া ভূইয়া তার ব্যাক্তিগত সিদ্ধান্তে একটা ইউনিয়ন কমিটি বিলুপ্ত করতে পারে না। কমিটি বিলুপ্ত করতে হলে জেলা ছাত্রদল কে অবশ্যই জানাতে হবে এবং জেলা ছাত্রদলের প্যাডে কমিটি বিলুপ্ত করতে হবে।

যেহেতু জাকারিয়া ভূইয়া কমিটি বিলুপ্ত করতে পারে না তাই বারদী ইউনিয়ন ছাত্রদলের কমিটি জেলা ছাত্রদল থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত  বহাল থাকবে। 

কমিটি বিলুপ্তির ব্যাপারে জানতে চাইলে সোনারগাঁ উপজেলা ছাত্রদলের আহবায়ক জাকারিয়া ভূইয়া  কে একাধিক বার তার ব্যাক্তিগত মুঠোফোন নাম্বারে কল দিলে তিনি কল রিসিভ করেন নি। 

তবে সোনারগাঁ থানা ছাত্রদল এর যুগ্ন আহবায়ক ও জাকারিয়া গ্রুপের সদস্য ও সোনারগাঁ থানা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোহাম্মদ শাহজালাল এই ব্যাপারে নিউজ না করার এবং নিউজ করলে প্রতিবেদক কে দেখে নেওয়ার হুমকি দেয়। 

নিস্ক্রিয়তার ব্যাপারে জানতে চাইলে বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মুন্সি মুঠোফোনে জানান বারদী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জহিরুল কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচিতে অংশগ্রহন করে। 

তার সাথে বারদী ইউনিয়ন ছাত্রদলের অনেক সদস্যই কর্মসূচি পালন করে থাকে। জাকারিয়া ছেলেদের কে তার প্যানেলে ভেড়াতে চাপ দেয় শুনেছি, তারা হয়তো তার প্যানেলে যায় নাই দেখে কমিটি বিলুপ্ত করেছে।