নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪

রূপগঞ্জে চোরাই জ্বালানী তেলসহ গ্রেফতার ২, পিকআপ জব্দ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৪:৩১, ১৮ জুন ২০২১

রূপগঞ্জে চোরাই জ্বালানী তেলসহ গ্রেফতার ২, পিকআপ জব্দ

রূপগঞ্জে ১৪০০ লিটার চোরাই জ্বালানী তেলসহ তেল চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১’র একটি আভিযানিক দল। গ্রেফতারকৃতরা হলো- মো. আরিফুর রহমান (৪০) ও মো. সজিব (৩২)।

 

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৭ জুন) সকালে উপজেলার তারাব হাটিপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এসময় তেল চুরির কাজে ব্যবহৃত এক পিকআপ (ঢাকা মেট্টো ন- ১৪-২৪৯২) জব্দ করে র‌্যাব। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 


র‌্যাব জানায়, তারাব হাটিপাড়া এলাকায় মহাসড়কে চলাচলরত পার্কিং করা যানবাহন হতে জ¦ালানী তেল চুরি ও কেনাবেচার একাধিক চোরাই চক্র গড়ে উঠেছে।

 

ঢাকা- চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলরত গাড়ীসমূহ রাস্তার পাশে পার্কিং করে গাড়ীর ড্রাইভার ও হেলপার ঘুমিয়ে থাকা অবস্থায় এই চোর চক্রের সক্রিয় সদস্যরা বিশেষ কায়দায় মোটর ফিটিং করা পিকআপ ভ্যান ব্যবহার করে অভিনব কৌশলে তেল চুরি করে। 


গ্রেফতারকৃতরা পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ তারা অভিনব কৌশলে রাস্তার পাশে পার্কিং করা গাড়ী হতে জ্বালানী তেল চুরি করে মজুদ করে এবং অবৈধভাবে কেনাবেচা করে আসছে। এই সকল জ্বালানী তেল চোরাই চক্রের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।  
 

সম্পর্কিত বিষয়: