নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪

সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে

এবার শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির হুমকি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৮:০৭, ১২ জুন ২০২১

এবার শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচির হুমকি

শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের মাদক এবং ইন্টারনেট ভিত্তিক আসক্তি প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। সারা বাংলাদেশের সকল অর্থনৈতিক ও বিনোদনমূলক প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে না দেয়া সরকারের একটি খেয়ালিপনা ছাড়া আর কিছুই হতে পারেনা। 

তাই শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত পূর্বক অবিলম্বে সারা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে অন্যথায় শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দেয়া হবে। ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সোনারগাঁ থানার উদ্যোগে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে মানববন্ধনে এ হুমকি দেয় নেতৃবৃন্দ। 

গত বৃহস্পতিবার (১০ জুন) কাঁচপুর বাস স্ট্যান্ডে সোনারগাঁ থানা শাখার সভাপতি মুহাম্মদ সোহাগ আব্দুল্লাহ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মুহাম্মাদ আবু সাঈদ এর সঞ্চালনায় সারা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন   বাংলাদেশ  নারায়ণগঞ্জ  জেলার সেক্রেটারি মাওলানা শাহ আলম কাঁচপুরী এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি মুহাম্মদ আব্দুল হান্নান। 

মানববন্ধনে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দূর্ভাগ্যজনক হলেও সত্য বারংবার বলার পরেও সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নিচ্ছে না। বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো করোনায় বিপর্যস্ত হবার পরও স্বাস্থ্যবিধি মেনে সচেতনতার সাথে অনেক জায়গায় শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়েছে।


 অথচ বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিগত দের বছর থেকে বন্ধ হয়ে আছে। যার দরুন শিক্ষা ব্যবস্থার আজ রীতিমতো ভঙ্গুর দশা। আজ করোনার কারণে সাধারণ মানুষের যেই অর্থনৈতিক দৈন্যদশা চলছে তার উত্তোরণের জন্যও সরকারের কোনো সদিচ্ছা দেখা যাচ্ছে না। 

প্রশাসনের সকল সেক্টরগুলোতে আজ বিশৃঙ্খল অবস্থা পরিলক্ষিত হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রণালয়ের উদাসীনতার কারনে জনগণের ভোগান্তির শিকার হতে হচ্ছে। শিক্ষাব্যবস্থার এহেন কার্যকলাপ আগামীতেও চলমান থাকলে এদেশের শিক্ষাব্যবস্থা অচিরেই ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাবে। 
.
সভাপতি বলেন, শুরু থেকেই সঠিক পরিকল্পনা থাকলে সরকার শিক্ষার্থীদের ভ্যাক্সিন প্রয়োগ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চালু করা যেতো। কিন্তু তা না হওয়ায় শিক্ষার্থীরা এখনো শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না।

 যার দরুন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেশনজটের শিকার হচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের মেধা যাচাই না করেই অটো পাশ দিয়ে শিক্ষাব্যবস্থায় পেরেক ঠুকে দেয়া হচ্ছে। 

শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের মাদক এবং ইন্টারনেট ভিত্তিক আসক্তি প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। সারা বাংলাদেশের সকল অর্থনৈতিক ও বিনোদনমূলক প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া হলেও শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে না দেয়া সরকারের একটি খেয়ালিপনা ছাড়া আর কিছুই হতে পারেনা। 

তাই শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত পূর্বক অবিলম্বে সারা দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে অন্যথায় শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি দেয়া হবে।
.
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ থানার সহ-সভাপতি হাজী মাইনুদ্দিন। 

প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সোনারগাঁ থানা  শাখার সহ সভাপতি কাওসার আহমাদ তাসনীম, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মাদ রাকিবুল ইসলাম, তথ্য  গবেষণা ও প্রচার সম্পাদক অনিক হাসান, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ শফিকুল ইসলাম, অর্থ ও কল্যান সম্পাদক মুহাম্মদ জামিউল মুমিন, কওমী মাদরাসা সম্পাদক রমজান আহমেদ, মাদ্রাসা সম্পাদক মুহাম্মাদ ফরহাদ হোসাইন, আলিয়া মাদ্রাসা সম্পাদক মুহাম্মদ ইয়াসিন,  কলেজ সম্পাদক মুহাম্মদ সুমন খন্দকার, স্কুল সম্পাদক মুহাম্মদ সাব্বির আহমেদ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুহাম্মদ রাহুল আহমেদ, সদস্য মুহাম্মাদ আকরাম, সদস্য মুহাম্মদ রোহান সহ আরো অনেকে।