নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০৯ মে ২০২৫

না ফেরার দেশে ফটো সাংবাদিক সেন্টু

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২০:৫১, ২১ সেপ্টেম্বর ২০২৩

না ফেরার দেশে ফটো সাংবাদিক সেন্টু

বাংলাদশে ফটো জার্নালিস্ট এসোসিয়েশেন (বিপিজেএ) কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি ফটো সাংবাদিক মতিউর রহমান সেন্টু আর নেই।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৪টায় ইটালীর নেপালি শহরে স্ট্রোক করে তিনি মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুর বিষয়টি পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। তিনি প্রথমে পর্তূগাল যান। সেখান থেকে তিনি ইটালীতে চলে যান।

 

মতিউর রহমান সেন্টু নারায়ণগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক ইনকিলাবের সাবেক সিনিয়র ফটো সাংবাদিক ছিলেন। এছাড়া তিনি দৈনিক মানবজমিন ও নয়া দিগন্তেও কাজ করেছেন। 

 

এরআগে গত ২৩ মার্চ সকালে নারায়ণগঞ্জ শহররে ২নং বাবুরাইল এলাকায় নিজ বাস ভবনে মতিউর রহমান সেন্টুর একমাত্র ছেলে নারায়ণগঞ্জ হাই স্কুলের ১০ম শ্রেণীর ছাত্র সিয়াম রহমান বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান।

সম্পর্কিত বিষয়: