নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৪ মে ২০২৪

নারায়ণগঞ্জ ৯৯’র উদ্যোগে চিত্রাংকন উৎসব ও  সম্মাননা প্রদান 

প্রেস বিজ্ঞপ্তি:

প্রকাশিত:০৩:৩২, ২ অক্টোবর ২০২২

নারায়ণগঞ্জ ৯৯’র উদ্যোগে চিত্রাংকন উৎসব ও  সম্মাননা প্রদান 

বন্ধুত্ব ও মানবিকতার সংগঠন ‘নারায়ণগঞ্জ ৯৯’ এর উদ্যোগে নারায়ণগঞ্জ জেলায় চিত্রাংকন উৎসব ও সাফ ফুটবল চ্যাম্পিয়ন দের সম্মাননা প্রদান করা হয়েছে।

 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে অনুষ্ঠিত চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় স্কুলে অধ্যায়নরত নার্সারী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ৭৬’জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। এসব ক্ষুদে চিত্রশিল্পীরা ক-খ-গ এই তিনটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। 

 

তারা যথাক্রমে মনের মতো আঁকা, ফলমূল, রূপসী বাংলা, আমাদের মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুর ছবিসহ (উন্মুক্ত) বিভিন্ন বিষয়ের উপর ছবি আঁকে। প্রতিযোগিতায় বিজয়ীদের দেয়া হয় শুভেচ্ছা উপহার, সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট। উপহার তুলে দেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ। 

 

চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে 'নারায়ণগঞ্জ ৯৯' এর পক্ষ থেকে সাফ বিজয়ী নারায়ণগঞ্জ জেলার ৩ কৃতি সন্তানকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন- সাফ বিজয়ী নারী ফুটবল দলের সহকারী কোচ মাহমুদা আক্তার অনন্যা, গোল কিপিং কোচ মাসুদ আহম্মাদ উজ্জল, টিম ফিজিও লাইজু ইয়াসমিন লিপা।

সম্পর্কিত বিষয়: