নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

০৬ জুলাই ২০২৫

রূপগঞ্জে চোরাই ডিজেলসহ তেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৫৪, ২৩ জুন ২০২২

রূপগঞ্জে চোরাই ডিজেলসহ তেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

রূপগঞ্জে ৩২৩০ লিটার চোরাই ডিজেলসহ জ¦ালানী তেল চোরাই চক্রের সক্রিয় ২ সদস্যকে  গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গ্রেপ্তারকৃতরা হলো- মো. দেলায়ার হোসেন (৩৮) ও মো. সজিব (৩৫)।

 

বৃহস্পতিবার (২৩ জুন) সকালে তারাবো বিশ^রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কওে তাদেও গ্রেপ্তার করা হয়। এ সময় চোরাই ডিজেল পরিবহনের কাজে ব্যবহৃত ২টি পিকআপ জব্দ করে র‌্যাব।

 

গ্রেপ্তারকৃত মো. দেলায়ার হোসেন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী এলাকার মৃত রতন মিয়ার ছেলে এবং মো. সজিব বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ থানাধীন পূর্ব রাজাখালী এলাকার শেখ ফরিদের ছেলে।


র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা চোরাই তেল কেনাবেচা সিন্ডিকেটের সক্রিয় সদস্য।  তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে অবৈধ উপায়ে জ্বালানী তেল ডিজেল সংগ্রহ করে অবৈধভাবে কেনাবেচা ও সরাবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।