নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৯ অক্টোবর ২০২৫

মাদক ব্যবসায়ী-চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবো : মাও. ফেরদাউস

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১৮, ১০ অক্টোবর ২০২৫

মাদক ব্যবসায়ী-চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবো : মাও. ফেরদাউস

নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বহমান বলেছেন, যারা সমাজে এই ঘৃণ্য কাজ করে তারা আমাদেরই সন্তান। তারা কোন না কোন ভুলেই এ পথে পা বাড়িয়েছে। আমার হাতে থাকা এই কাগজে মাদক ব্যবসায়ীদের তালিকা আছে।

তাদের আগামি ২৪ ঘন্টার সময় দিচ্ছি, এই সময়ের মধ্যে তারা মসজিদের ইমাম, মুরব্বী, অভিবাবকদের সাথে নিয়ে যদি সুপথে ফিরে না আসে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবো। 

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের এসও এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আমি প্রশাসনকে সহযোগিতা করতে চাই। মাদক ব্যবসায়ী-চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবো। আমরা বিশ্বাস করি, সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুললেই এই সমাজ থেকে অপরাধ দূর হবে। কোন দল তাদের কর্মীকে অপরাধ করার লাইসেন্স দেয়নি। 

বিবিসি বাংলায় তারেক রহমান যে বক্তব্য দিয়েছেন সেটা গভীর মনোযোগ দিয়ে শুনলে যে কোন মানুষের হৃদয়কে নাড়া দেবে। এমন কোন সেক্টর নেই যা নিয়ে তারেক রহমান বলেননি।

তিনি মসজিদ, মাদ্রাসা, আলেমদের কথাও তুলে ধরেছেন। তার বক্তব্যেই স্পষ্ট তিনি আগামি দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন এবং সুন্দর বাংলাদেশ বিনির্মান করতে চান। আমরাও তারেক রহমানকে সহযোগিতা করে এই দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে চাই। 

এ সময় উপস্থিত ছিলেন হাজী মজিবুর রহমান, সাত্তার মোল্লা, আওলাদ হোসেন, সাদেক, মোখলেসুর রহমান, ইসমাঈল, সালাউদ্দিন, জয়নাল আবেদীন, হাশেম, ইমাম, মুফতি যুবায়ের বিন রফিক কাসেমী, মুফতি সাজ্জাদ, মুফতি সালাউদ্দিন প্রমুখ।
 

সম্পর্কিত বিষয়: