নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১৯ অক্টোবর ২০২৫

সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর সহযোগী নূর নবী অস্ত্রসহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৬, ১৮ অক্টোবর ২০২৫

সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর সহযোগী নূর নবী অস্ত্রসহ গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর ঘনিষ্ঠ সহযোগী ও সিদ্ধিরগঞ্জের অপরাধ চক্রের অন্যতম সদস্য নূর নবীকে (৩০) একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জের আটি হাউজিং এলাকার একটি বাসায় গোপন অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১'র অপস অফিসার গোলাম মোর্শেদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটি হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাব-১১ এর একটি বিশেষ দল। এ সময় নূর নবীর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। সে আটি হাউজিং এলাকার মোহাম্মদ আলমগীরের ছেলে।

গোলাম মোর্শেদ জানান, নূর নবী দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ এলাকায় সাহেব আলীর সন্ত্রাসী গ্রুপের হয়ে চাঁদাবাজি, মাদক কারবার ও অস্ত্র ব্যবসায় জড়িত ছিল। কয়েক বছর ধরে সে সাহেব আলীর ডান হাত হিসেবে কাজ করে আসছিল এবং এলাকার বিভিন্ন অপরাধে সরাসরি নেতৃত্ব দিত।

এর আগে গত সপ্তাহে র‍্যাব-১১ এর অভিযানে সুনামগঞ্জ থেকে গ্রেপ্তার হয় সাহেব আলী। ওই সময় র‍্যাব সদস্যদের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায় তার সহযোগী নূর নবী। পরবর্তীতে গোয়েন্দা নজরদারির মাধ্যমে শনিবার দুপুরে তাকে ধরতে সক্ষম হয় র‍্যাব।

র‍্যাব কর্মকর্তা আরও জানান, নূর নবীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ৪টি মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে চাঁদাবাজি, নাশকতা, সরকারি কাজে বাঁধা প্রদান, বিস্ফেরক আইনের মামলা। তার বিরুদ্ধে#