বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের বিএনপির ৩১ দফার প্রচারণায় লিফলেট বিতরণ করা হয়েছে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায়।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নির্দেশনায় রবিবার (২৩ নভেম্বর) মাগরিবের পর ১ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি গাজী মনিরের নেতৃত্বে এই প্রচারণা চালানো হয়েছে।
প্রচারণায় আরো অংশ নেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি গোলজার হোসেন, রাজা মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জুয়েল রানা, ১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিন, ৪ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক নূর হোসেন, বিএনপি নেতা আবু তাহের, জামাল হোসেন, ছাত্রদল নেতা রাকিব হোসেন প্রমূখ।
এ-সময় বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ প্রচারণায় অংশ নেন।


































