
পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বজেন্দ্র নাথ সরকার সহ অবসরপ্রাপ্ত আরো ৩১ জন অধ্যক্ষ ও প্রধান শিক্ষকের চুক্তিভিত্তিক নিয়োগে অসম্মতি জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা আদেশে তাদের চুক্তিভিত্তিক নিয়োগে অসম্মতি জানানো হয়েছে।
বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগের আবেদনগুলো ম্যানেজিং কমিটির সুপারিশের কারণ যথার্থ ও যৌক্তিক প্রতীয়মান না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-অধ্যক্ষের অবসর গ্রহণের পর চুক্তিভিত্তিক নিয়োগের অসম্মতি অবহিত করা হলো।
চুক্তিভিত্তিক নিয়োগে অসম্মতি জানানো ৮টি আবেদন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও দিনাজপুর বোর্ডের চেয়ারম্যানের মাধ্যমে মন্ত্রণালয়ের এসেছিলো। বাকি ২৩টি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরাসরি এসেছিলো মন্ত্রণালয়ে।
এর আগে গত ১০ আগস্ট অবসরপ্রাপ্ত ১৫ জন অধ্যক্ষ ও প্রধান শিক্ষকের চুক্তিভিত্তিক নিয়োগে অসম্মতি জানিয়েছিলো শিক্ষা মন্ত্রণালয়।