
ইসরাত মাসুদ রোজা ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরিক্ষায় সেহাচর সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে টেলেন্টপুল বৃত্তি পেয়েছে। রোজা ফতুল্লার দাপা ইদ্রাকপুর নিবাসী মো. মাসুদ রানা এবং এডঃ আমিরুন নেসা এর একমাত্র কন্যা।
বতর্মানে সে নিউক্লিয়াস স্কুলের ৬ষ্ঠ শ্রেনিতে অধ্যয়নরত। তার জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন তার গর্বিত মাতা-পিতা।