নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৩ মে ২০২৫

এলএ কেসের এমআইসিআর চেক তুলে দিলেন ডিসি জাহিদুল

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৩৯, ১২ মে ২০২৫

এলএ কেসের এমআইসিআর চেক তুলে দিলেন ডিসি জাহিদুল

নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অধিগ্রহণকৃত জায়গার মূল্য পরিশোধ চেক প্রদান করেন জেলা প্রশাসক নারায়ণগঞ্জ মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

সোমবার ১২ মে বেলা ১২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন এল. এ কেসের এমআইসিআর চেক প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ১টি চেকে মোট ১ কোটি ১৬ লক্ষ ৫ শত ৯৬ টাকা, বন্দর উপজেলায় ৬ টি চেকে মোট ১ কোটি ৫৪ লক্ষ ৯৭ হাজার ৭৭ টাকা, সোনারগাঁ উপজেলায় ১টি চেকে মোট ৮ লক্ষ ৪২ হাজার ১ শত ৮৩ টাকা, রূপগঞ্জ উপজেলায় ১টি চেকে মোট ৪ কোটি ৯৮ লক্ষ ১৬ হাজার ১ শত ৮৭ টাকা প্রকৃত জমির মালিকদের কাছে থেকে জায়গা ও স্থাপনার অধিগ্রহণ বাবদ এম.আই.সি.আর চেক প্রদান করা হয়।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আজ আমরা জেলার বিভিন্ন উপজেলার জমির মালিকদের কাছে সরকার কর্তৃক প্রদত্ত এল.এ কেসের এম.আই.সি.আর চেক বিতরণ করা হয়েছে।

আর এই বিষয়ে কোন চেক গ্রহিতার কাছ থেকে কোন পরিমাণ ঘুষ বা অবৈধ উপায়ে অর্থ আদায় করা হয়নি। বর্তমান সরকার দেশের জনগণের জন্য নিঃসন্দেহে অভূতপূর্ব কাজ করে যাচ্ছে।
 

সম্পর্কিত বিষয়: