নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ জুলাই ২০২৫

লায়ন কুতুব উদ্দিন আকসিরকে শ্রদ্ধার সাথে স্মরণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৫৪, ৩০ জুন ২০২৫

লায়ন কুতুব উদ্দিন আকসিরকে শ্রদ্ধার সাথে স্মরণ

 ১ম মৃত্যুবার্ষিকীতে প্রয়াত লায়ন কুতুব উদ্দিন আকসিরকে শ্রদ্ধার সাথে স্মরণ করলো লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ। সোমবার ৩০ জুলাই সন্ধ্যায় নারায়ণগঞ্জ ক্লাব লিঃ এর কনফারেন্স রুমে লায়ন কুতুব উদ্দিন আকসিরকে স্মরণ করে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

এসময় বক্তারা স্মৃতিচারণ অনুষ্ঠানে শ্রদ্ধার সাথে প্রয়াত লায়ন কুতুব উদ্দিন আকসিরের স্মৃতিচারন করে  বলেন, লায়ন কুতুবউদ্দিন আকসিরের লায়নিজমের আদর্শ ও বর্নাঢ্য নেতৃত্ব অনুকরনীয়। লায়নিজমে তার অবদান স্মরনীয়। আমরা দীর্ঘদিন কুতুবউদ্দিন আকসিরকে শ্রদ্ধাভরে স্মরণ রাখবো।

এসময় স্মরণ সভায় বক্তব্য রাখেন, লায়ন আঞ্জুমান আরা আকসির, ৩১৫/এ২ এর জেলা ২য় ভাইস গভর্নর লায়ন এমরান ফারুক মইন রানা, লায়ন হায়দার আলী বাবলু, লায়ন  নাসির উদ্দিন মন্টু, লায়ল এডঃ নবী হোসেন, লায়ন আশরাফুল আলম সিরাজী রাসেল। এসময় বিশেষ দোয়া পরিচালান করেন, লায়ন সায়েদুল ইসলাম শাকিল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন সাইদুল্লাহ হৃদয়, লায়ন আবদুস সালাম, লায়ন আলী আকবর, লায়ন বিএম হোসেন, লায়ন লায়ন মোস্তাফিজুর রহমান, লায়ন এডঃ জাকির হোসেন, লায়ন রাকিবুল হাসান শিমুল, লায়ন এডঃ নুরুল হুদা, এসময় ক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্য সহ বিভিন্ন লায়ন ক্লাবের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। 

সম্পর্কিত বিষয়: