নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০১ জুলাই ২০২৫

জুলাই বিপ্লব স্মরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মাসব্যাপী কর্মসূচি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩১, ৩০ জুন ২০২৫

জুলাই বিপ্লব স্মরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র মাসব্যাপী কর্মসূচি

ঐতিহাসিক জুলাই বিপ্লব স্মরণে ১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৫ পর্যন্ত মাসব্যাপী নানা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর। 

গত বছরের এই সময়েই ইসলামী আন্দোলনের হাজারো কর্মী অন্যায়ের বিরুদ্ধে রাজপথে যে সাহসিকতার নজির স্থাপন করেছিল, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে।

এই বিপ্লবের আদর্শকে জনমানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে আদর্শিক চেতনায় জাগ্রত করতে নারায়ণগঞ্জ মহানগর শাখা নিচের কর্মসূচিগুলো ঘোষণা করেছে:

ঘোষিত কর্মসূচিসমূহ হলো-

১ জুলাই সব শাখায় বিশেষ দোয়া।

 ২-৪ জুলাই অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ

৮-১৫ জুলাই শহীদ ও আহত পরিবারের সাথে সাক্ষাৎ।

১৬ জুলাই শহীদ আবু সাঈদ স্মরণে  আলোচনা ও দোয়া।

১৮ জুলাই-সকল শহিদদের স্মরণে ও আহতদের সুস্থতার জন্য দোয়া করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই।  

২৫-২৮ জুলাই ডকুমেন্টারি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

৫ আগস্ট  সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময়।

সোমবার (৩০ জুন) বাদ মাগরিব সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ যৌথ বিবৃতিতে বলেন, “জুলাই বিপ্লব আমাদের সাহস, ত্যাগ ও সংগ্রামের প্রতীক। এই বিপ্লবের চেতনায় উজ্জীবিত হয়ে আমরা দুর্নীতি, ধর্মবিরোধী কর্মকাণ্ড এবং অনৈতিক শাসনের বিরুদ্ধে একটি ইসলামী ও কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।”

তাঁরা আরও বলেন, “আমরা আহ্বান জানাই, শহরের প্রতিটি ওয়ার্ড, থানা এবং ইউনিট পর্যায়ের নেতাকর্মীরা যেন এই কর্মসূচিগুলো সফল করে তুলতে সক্রিয় ভূমিকা রাখেন এবং সাধারণ জনগণের মাঝে ইসলামী বিপ্লবের বার্তা পৌঁছে দেন।”
 

সম্পর্কিত বিষয়: