
সাকুরা একাডেমি আয়োজিত অনুর্ধ্ব ১৭ প্রতিযোগিতায় অংশ নিতে সোমবার (১ সেপ্টেম্বর) পঞ্চগড়ে যাচ্ছে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির অনুর্ধ্ব ১৭ টীম। ৩০ সদস্যের এই দল নিয়ে বেশ আশাবাদী নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি।
তারা ইতোমধ্যে দলের প্রস্তুতি ও লক্ষ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন। আসরে অংশ নিচ্ছে নারায়ণগঞ্জ অনুর্ধ্ব সহ মোট আটটি দল। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে নক আউট পদ্ধতিতে। প্রতিযোগিতার অপরাজেয় দল হবে চ্যাম্পিয়ন।
নারায়ণগঞ্জ অনুর্ধ্ব ১৭ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পঞ্চগড় অনুর্ধ্ব ১৭ দলের বিপক্ষে । অধিনায়ক মেহেদী হাসান বলেন, আমরা ম্যাচ বাই ম্যাচ খেলতে চাই। আমাদের লক্ষ চ্যাম্পিয়ন হওয়া। নারায়ণগঞ্জবাসীর কাছে অনুরোধ আমাদের জন্য দোয়া করবেন।
কোচ খলিলুর রহমান দোলন বলেন, আমাদের ছেলেরা নিজেদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সহ যারা সহযোগিতা করেছেন তিনি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভবিষ্যতেও সহযোগিতা পেলে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি থেকে বাংলাদেশের সেরা খেলোয়ার নারায়ণগঞ্জ থেকে আবার উঠে আসবে৷ ফুটবলের হারানো জৌলুশ ফিরে আসবে।
নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির উপদেষ্টা স্বেচ্ছাসেবক দল নেতা কাজী মাজেদুল হক বলেন, মাদক থেকে দূরে থাকতে খেলাধুলার বিকল্প নেই। নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির উন্নয়নে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির উপদেষ্টা সাংবাদিক আবু সাইদ পাটোয়ারী রাসেল বলেন, খেলাধুলা শুধু শারীরিক কার্যকলাপ নয়, এটা উন্নত শিল্পও বটে।
সরকারি ও বেসরকারি পৃষ্টপোষকতা পেলে আগামী কয়েক বছরের মধ্যে নারায়ণগঞ্জ একাডেমি থেকে দেশ সেরা ফুটবলার তৈরি হবে। উপদেষ্টা খন্দকার আজমল হোসেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আরও সহযোগিতা কামনা করেন।