আড়াইহাজার উপজেলা ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় ও আড়াইহাজার উপজেলা স্টুডেন্ট ফোরাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় টিমে ক্যাপ্টেন ছিলেন মো: তাবারক হোসেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিমে ক্যাপ্টেন ছিলেন আরিফুল ইসলাম। শনিবার ম্যাচটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার সলিমুল্লাহ মুসলিম হল মাঠে আয়োজিত হয়।
খেলাটি শুরু থেকেই ছিল জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। উভয় দলের খেলোয়াড়রা দক্ষতা ও ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মন জয় করেন। নির্ধারিত ওভারের খেলায় শেষ পর্যন্ত আড়াইহাজার উপজেলা স্টুডেন্ট ফোরাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় দল জয় লাভ করে।
ম্যাচ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ইয়াসিন আরাফাত ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মো বকুল ইসলাম ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন , তারা আরো বলেন এই ধরনের প্রীতি ম্যাচ পারস্পরিক সৌহার্দ্য, বন্ধন ও ক্রীড়া মনোভাব গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


































