নারায়ণগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ‘মাদকবিরোধী ভলিবল ও কাবাডি প্রতিযোগিতা–২০২৬’-এর বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নগরীর নিতাইগঞ্জের জিমখানা মাঠে এ পুরস্কার বিতরণ করা হয়। এর আগে সকাল থেকে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়। বিকেলে ভলিবল ও কাবাডি প্রতিযোগিতায় বিজয়ী দলগুলোর হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম। তিনি বলেন, মাদকের কারণে যুব সমাজ ও তরুণরা ধ্বংসের মুখে ধাবিত হচ্ছে। আজকে এই সচেতনতামূলক আয়োজন করা হয়েছে। খেলাধুলার চর্চার মাধ্যমে সমাজকে মাদক থেকে দূরে রাখতে ভূমিকা রাখবে। আজকের আয়োজনটিও তেমনই একটি উদ্যোগ। মাদকের বিষয়ে সমাজের সবাই সচেতন হলে মাদকের বিস্তার কমে আসবে।
সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম। তিনি বলেন, আমরা যদি খেলাধুলায় তাদের সংযুক্ত রাখতে পারি, তাহলে তাদের মাদক থেকে দূরে রাখতে পারব। আমরা চেষ্টা করে যাচ্ছি মাদকের এই গ্রাসের লাগাম টানার জন্য। মাদকের বিষয়ে তরুণ ও যুব সমাজের প্রতি আহ্বান জানাবো সবাই মাদক থেকে দূরে থাকবেন। সেই সঙ্গে আমরা মাদক থেকে দূরে রাখতে কার্যক্রম চালিয়ে যাচ্ছি।

স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার। তিনি বলেন, মাদক থেকে সচেতন রাখার জন্য শিক্ষার্থীদের জন্য এই খেলার আয়োজন। আমরা শিক্ষার্থী ও তরুণদের খেলায় সংযুক্ত রাখতে চাই। আমরা সমাজে মাদকবিরোধী সচেতনতার জন্যই এগিয়ে চলছি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ। তিনি বলেন, মাদক সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ব্যক্তি ও পরিবারকে ধ্বংস করে দেয়। মাদক নিয়ন্ত্রণ করা যাচ্ছে না রাজনৈতিক কারণে। কারণ এর পেছনে বিশাল অর্থের লেনদেন রয়েছে। এই মাদকের লাগাম টানা না গেলে ভবিষ্যৎ প্রজন্ম আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা ফারজানা আক্তার সাথী, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি বিল্লাল হোসেন রবিন।
এ খেলায় অংশ নেয় জেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নারায়ণগঞ্জ স্পোর্টিং ক্লাব।
বালিকা বিভাগে ভলিবল খেলার ফাইনালে বিজয়ী হয় চৌধুরী গাঁও উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় সরকারি হাজী ইব্রাহিম আলম চান মডেল স্কুল অ্যান্ড কলেজ।
বালক বিভাগে কাবাডি খেলায় বিজয়ী হয় হাজী আওলাদ হোসেন উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয় জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয়।


































