নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৯ জানুয়ারি ২০২৬

জেলা ক্রীড়া অফিসের আয়োজনে

নারায়ণগঞ্জে এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৫০, ২৮ জানুয়ারি ২০২৬

নারায়ণগঞ্জে এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও প্রশিক্ষণের উদ্বোধন

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে (বালক-বালিকা) এ্যাথলেটিক্স প্রতিযোগিতা ও প্রশিক্ষণ ২০২৫-২০২৬ এর আয়োজন করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ৮ টি শিক্ষা প্রতিষ্ঠান হতে ১৪০ জন এ্যাথলেটিক্স খেলোয়াড়দের নিয়ে উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। 

ফারজানা আক্তার সাথী, জেলা ক্রীড়া অফিসার, নারায়ণগঞ্জের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আফরোজা, প্রধান শিক্ষক, (ভারপ্রাপ্ত), ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ।  এছাড়াও অনুষ্ঠানে স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দরা উপস্থিত ছিলেন। 

এ সময় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, অ্যাথলেটিক্স খেলাধুলার মূল ভিত্তি। নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় তৈরি হলে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন সম্ভব হবে। তিনি তরুণদের খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।  

এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

পরে প্রধান অতিথি খেলোয়াড়দের মাঝে পুরস্কার, জার্সি বিতরণ করে সবার সফলতা কামনা করেন এবং প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষনা করেন।

জেলা ক্রীড়া অফিসার, নারায়ণগঞ্জ জানান, বাছাইকৃত ৪০ জন খেলোয়াড়কে ১২ দিন ব্যাপী চলমান ২১ টি সেশনে প্রশিক্ষণ সম্পন্ন করা হবে। 
 

সম্পর্কিত বিষয়: