নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১১ জানুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে ‘গেম ও ক্লক’ ফুটবল ও ক্রিকেট যাত্রা শুরু

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২৪, ১০ জানুয়ারি ২০২৬

সিদ্ধিরগঞ্জে ‘গেম ও ক্লক’ ফুটবল ও ক্রিকেট যাত্রা শুরু

সিদ্ধিরগঞ্জে তরুণ প্রজন্মকে খেলাধুলার মাঠমুখী করতে এবং দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে যাত্রা শুরু করল ‘গেম ও ক্লক’ (এঅগঊ ০’পষড়পশ) ফুটবল ও ক্রিকেট একাডেমি। 

শনিবার (১০ জানুয়ারি ২০২৬) বিকেলে সিদ্ধিরগঞ্জ সাইলো রোডের খালপাড় বালুর মাঠে এক জমকালো আয়োজনের মাধ্যমে একাডেমিটির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের রক্ষণভাগের অতন্দ্র প্রহরী ও জাতীয় দলের অধিনায়ক তপু বর্মণ।

সিদ্ধিরগঞ্জ পাঁচ তারা সংসদ সভাপতি আলী আকবর খান সভাপতিত্বে এবং ফুটবল ও ক্রিকেট একাডেমীর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের একজন মিডফিল্ডার ফুটবল খেলোয়াড় মোহাম্মদ হৃদয় খান, সিদ্ধিরগঞ্জ থানা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি এবং আন্তঃ জিলা ট্রাক কাভার্ডভ্যান ও মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন সিদ্ধিরগঞ্জ সাইলো শাখার আহবায়ক ক্রীড়াপ্রেমী মোসলেহ উদ্দিন সেলিম, সাবেক জাতীয় খেলোয়াড় ও বর্তমান বসুন্ধরা কিংস ক্লাবের টেকনিক্যাল কোচ জুবায়ের নিপু, সাবেক জাতীয় দলের খেলোয়াড় জাহাঙ্গীর কবির পকন, সাবেক জাতীয় দলের খেলোয়াড় মো: হালিম, সাবেক জাতীয় দলের গোলকিপার ও বর্তমান ফুটসাল জাতীয় দলের গোলকিপার কোচ  মো: রাজু, সাবেক জাতীয় খেলোয়াড় শহিদুল ইসলাম দুলাল, অনূর্ধ্ব-২৩ জাতীয় দলের খেলোয়াড় ও বর্তমানে বসুন্ধরা কিংস খেলোয়াড় সিফাত, সাবেক মোহামেডান দলের খেলোয়াড় সাঈদ, সাবেক জাতীয় খেলোয়াড় তপু, সাবেক আবাহানি লিমিটেডের খেলোয়াড় শিপন’সহ এলাকার তরুন যুবক ও সকল স্তরের ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তপু বর্মণ বলেন, মাদক ও স্মার্টফোনের আসক্তি থেকে তরুণ প্রজন্ম যুবকদের দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সিদ্ধিরগঞ্জের মতো এলাকায় এমন আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একাডেমি ফুটবল ও ক্রিকেটের নতুন প্রতিভা খুঁজে বের করতে সহায়ক হবে। আমি আশা করি, এখান থেকেই আগামী দিনের জাতীয় দলের তারকা উঠে আসবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সুস্থ দেহ ও মন গঠনের জন্য খেলার মাঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ‘গেম ও ক্লক’ একাডেমি এই এলাকার কিশোর ও যুবকদের সঠিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ অ্যাথলেট হিসেবে গড়ে তুলবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধন শেষে অতিথিরা মাঠ পরিদর্শন করেন এবং একাডেমির প্রশিক্ষণার্থীদের সাথে কুশল বিনিময় করেন। বর্ণাঢ্য এই আয়োজনে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। একাডেমি কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিক সরঞ্জামের মাধ্যমে দক্ষ কোচের তত্ত্বাবধানে এখানে নিয়মিত ফুটবল ও ক্রিকেটের প্রশিক্ষণ প্রদান করা হবে।

গেম ও ক্লক’ (এঅগঊ ০’পষড়পশ) ফুটবল ও ক্রিকেট একাডেমির আয়োজকরা হলো- মো: তনয়, ইমরান, সিহাব, প্রন্তর, জিম, আবদুল্লাহ ও অনিক।