নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০১ সেপ্টেম্বর ২০২৫

জাতীয় সাংবাদিক সংস্থার নারায়ণগঞ্জ জেলা কমিটির কমিটি গঠন  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫৯, ৩১ আগস্ট ২০২৫

জাতীয় সাংবাদিক সংস্থার নারায়ণগঞ্জ জেলা কমিটির কমিটি গঠন  

উৎসব মুখর পরিবেশে  জাতীয় সাংবাদিক সংস্থার নতুন নেতৃত্বে  নারায়ণগঞ্জ জেলা শাখার  কমিটি  ঘোষণা করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি আছিয়া আক্তার ও মহাসচিব মোঃ আলমগীর গনির অনুমোদনক্রমে ১৩ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা  কমিটি ঘোষনা করেন।

নবগঠিত কমিটিতে মোঃ আরিফুল ইসলাম আরিফকে সভাপতি ও  মোঃ রিয়াজুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট জাতীয় সাংবাদিক সংস্থার নারায়ণগঞ্জ জেলা শাখার  একটি কমিটি ঘোষনা করেন।

নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন- সহ-সভাপতি পদে  মোঃ রনি মিয়া, সহ-সভাপতি পদে আব্দুল আল মামুন, সাংগঠনিক সম্পাদক: মোহাম্মদ হোসেন আহমেদ, এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে আরও কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা কমিটিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করেছে।

নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ জেলা কমিটির সর্বস্তরের সাংবাদিকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেন যে, এই কমিটি সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মান উন্নয়ন, তথ্যের সঠিক ব্যবহার এবং মুক্ত সাংবাদিকতা চর্চায় অগ্রণী ভূমিকা পালন করবে। নব কমিটির  পক্ষ  থেকে কেন্দ্রীয় কমিটির  সভাপতি আছিয়া আক্তার এবং মহাসচিব মোঃ আলমগীর গনি সহ সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, তারা জেলা পর্যায়ে সাংবাদিকদের আরও ঐক্যবদ্ধ করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, জনস্বার্থ রক্ষা এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকতার শক্তিশালী ভূমিকা নিশ্চিত করতে কাজ করবেন।

তারা আরও জানান, গণমাধ্যম হচ্ছে রাষ্ট্র ও সমাজের চতুর্থ স্তম্ভ। তাই দায়িত্বশীল সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে নারায়ণগঞ্জকে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করাই হবে এ কমিটির মূল অঙ্গীকার। 
 

সম্পর্কিত বিষয়: