
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, ৩১দফা হলো জনগনের কাছে বিএনপির একটি অঙ্গীকার। ধানের শীষ মার্কায় কেন জনগণ ভোট দিবে সেটা জনগণের সামনে ৩১ দফার মাধ্যমে উপস্থাপন করা হয়েছে।
এই ৩১দফা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ এবং শ্রমিক, কৃষক, ব্যবসায়ী,নারী, শিশু অধিকার বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্রনির্ধারণ করবে সেই বক্তব্য গুলোই বিএনপি জনগণের সামনে তুলে ধরেছে।
আমরা এই অঙ্গীকারের মাধ্যমে জনগণকে আশ্বস্ত করতে চায় আগামী নির্বাচনে যদি আপনারা বিএনপিকে ধানের শীষে ভোট দেন আর আমরা যদি ক্ষমতায় আসতে পারি তাহলে আমরা ৩১অথবা বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে গড়ে তুলবো।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন নারায়ণগঞ্জ সদর থানা অন্তর্গত ১৩নং ওয়ার্ড বিএনপির কর্মীসভা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর ) বিকেল চারটায় শহরের মাসদাইর বাজার এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি বলেন আমরা চাই মাসদাইরসহ পুরো নারায়ণগঞ্জে শান্তি। বিএনপি নেতা কর্মীদেরকে বলতে চাই আপনাদেরকে সহনশীল হতে হবে। আপনাদেরকে জনবান্ধব হতে হবে। মানুষের ক্ষতি হয় এমন কোন কর্মকান্ডে আপনাদেরকে বিরত থাকতে হবে।
যদি জনগণের ক্ষতি এমন কোন কর্মকান্ড আপনারা করেন তাহলে দলের বদনাম হবে ধানের শীষের বদনাম হবে। সুতরাং দলের বদনাম হয় এমন কোন কাজে আপনারা অংশগ্রহণ করবেন না। আমরা কোন চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে প্রশ্ন দিব না।
আমরা আমাদের নেতাকর্মীদেরকে সাবধান করে দিতে চাই এ সকল বিষয় যাদের বিরুদ্ধে থাকবে তাদের দল করার কোন অধিকার থাকবে না।
তিনি আরও বলেন, আপনারা দেখেছেন ৫ ই আগস্ট এর পর থেকে কিন্তু সারা বাংলাদেশে সাড়ে ছয় হাজারের অধিক বড় বড় বিএনপির নেতা কর্মীদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যদি কেউ জনগণের বিরুদ্ধে অবস্থান নেন এবং সমাজের বিরুদ্ধে অবস্থান নেয় তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না।
কারন আমরা চাই নারায়ণগঞ্জের শান্তি। বিএনপির কোন নেতা কর্মীর হাতে যেন এই এলাকার কোন মানুষের প্রতি সাধন না হয়। যদি বিএনপি করতেই হয় তাহলে আমাদেরকে সুনাগরিক হতে হবে। আগে আমাদেরকে ভালো হতে হবে তাহলে আগামী নির্বাচনে আমরা জনগণের কাছে ভোট চাইতে পারবো।
পরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করে ভোট প্রার্থনা করেছেন মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা।
মহানগর ১৩নং এড. শেখ আঞ্জুম আহম্মেদ রিফাতের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, যুগ্ম আহ্বায়ক ফহেত মোহাম্মদ রেজা রিপন, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রাশিদা জামাল, মাকিত মোস্তাকিম শিপলু, সদর থানা বিএনপির সহ-সভাপতি শেখ সেলিম আহমেদ, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন চঞ্চল, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, ১৩নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. হারুন শেখসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।