
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লক্ষ্যে প্রাইম গ্রুপের চেয়ারম্যান শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুলের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) বিকালে নগরীর মিশনপাড়া মোড় হতে লিফলেট বিতরণ ও গণসংযোগ শুরু হয়ে মন্ডলপাড়া ও পাইকপাড়া প্রদিক্ষন করে চাষাড়ায় এসে শেষ হয়।
লিফলেট বিতরণ ও গণসংযোগে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্থলের মানুষ অংশ গ্রহণ করেন এবং ধানের শীষের মার্কা নিয়ে প্রচারণা করেন।
এসময় বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবু জাফর আহমেদ বাবুল নারায়ণগঞ্জ-৫ আসনে ধানের শীষের প্রাথীকে বিজয় করার আহব্বান জানান।