
বন্দরে পাওনা টাকা চাওয়ার জের ধরে দেনাদার ক্ষিপ্ত হয়ে পাওনাদারের ছেলেকে হত্যা হুমকি দেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে পাওনাদার রিতা বেগম বাদী হয়ে দেনাদার রহিম ও তার সহযোগী আরিফের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগের তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার ২১ নং ওয়ার্ডের রুপালী গেইট এলাকার রফিক মিয়ার স্ত্রী রিতা বেগমের কাছ থেকে বিভিন্ন সময়ে ২০ হাজার ৭’শ টাকা ধার নেয় বন্দর বাজারস্থ লেপ তোষকের দোকানদার রহিম মিয়া ও রুপালী আবাসিক এলাকার মৃত আক্তার হোসেনের ছেলে আরিফ।
এর ধারাবাহিকতা বুধবার (২২ অক্টোবর) সকাল ৭টায় পাওনাদার রিতা বেগম দেনাদার রহিম মিয়ার নিকট ধারের পাওনা টাকা চাইলে ওই সময় দেনাদারের সহযোগী আরিফের নির্দেশে দেনাদার রহিম মিয়া পাওনাদার রিতা বেগমের বাড়ীতে অনাধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগালিসহ পাওনাদার রিতা বেগমের ছেলে নিরব (১৮)কে ছুরিকাঘাত করে হত্যা করার হুমকি প্রদান করে ঘটনাস্থল পরিদর্শন করে।