নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২৩ অক্টোবর ২০২৫

বন্দরে ৭৮ কেঁজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:১৫, ২৩ অক্টোবর ২০২৫

বন্দরে ৭৮ কেঁজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার  

বন্দরে বস্তা তল্লাশি চালিয়ে  ৭৮ কেঁজী গাঁজাসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১ আদমজী নগর। গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো সুদূর কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার গোপালনগর এলাকার মোস্তফা কামাল মিয়ার ছেলে ইউসুফ (২৬) ও রংপুর জেলার ভদরগঞ্জ থানার
মানসিংহপুর অফিসপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে তোফান রানা (২৭)।

বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় র‍্যাব-১১ কর্মরত পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোঃ আবু হাসান বাদী হয়ে ধৃত মাদক কারবারিদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। পরে গ্রেপ্তারকৃতদের উল্লেখিত মাদক মামলায় বুধবার (২২ অক্টোবর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (২১ অক্টোবর) রাত পৌনে ১১টায় বন্দর থানার মদনপুর টু বন্দরগামী রোডে এ্যাংলো ইস্টার্ন টেম্পার গ্লাস ফ্যাক্টরীর সামনে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে,  র‍্যাব-১১, আদমজীনগর পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোঃ আবু হাসান ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ গত মঙ্গলবার রাতে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকায় নিয়মিত টহল ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে কয়েকজন মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য গাঁজা নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মদনপুর টু বন্দরগামী রোডে এ্যাংলো ইস্টার্ন টেম্পার গ্লাস ফ্যাক্টরীর সামনে অবস্থান করছে।

তাৎক্ষণিক  বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ প্রাপ্ত হয়ে রাত পৌনে ১১টায় বন্দর থানাধীন মদনপুর টু বন্দরগামী সড়কের এ্যাংলো ইস্টার্ন টেম্পার গ্লাস ফ্যাক্টরীর সামনে অভিযান চালিয়ে  দুই মাদক ব্যবসায়ী দখলে থাকা ৪টি বস্তুা তল্লাশি চালিয়ে   ৭৮ কেঁজী গাঁজাসহ এদেরকে  গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‍্যাব-১১ আরো জানায়, গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা দীর্ঘ দিন ধরে বিভিন্ন জেলায়  অবাধে গাঁজা বিক্রি করে আসছিল। ###