
সোনারগাঁ উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারকারী তিনটি চুনা কারখানা মোবাইল কোর্টের মাধ্যমে গুড়িয়ে দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইকোনমিক জোন এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল হুদা ও তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ম্যানেজার (প্রকৌশলী) সুরঞ্জিত।
অভিযান চলাকালে ইকোনমিক জোনের গেটের পূর্ব পাশে একটি, পশ্চিম পাশে একটি ও বিপরীত পাশে আরও একটি মোট তিনটি চুনা কারখানা এক্সকাভেটর দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি ফায়ার সার্ভিসের সহায়তায় কারখানাগুলোর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।
অভিযানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।