
সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫১ পুড়িয়া হেরোইনসহ রিপন (৩২) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাতে মাদানীনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত রিপন পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার আতরখালী গ্রামের আহমেদ মৃধার ছেলে। সে বর্তমানে সিদ্ধিরগঞ্জ মধ্য রসুলবাগ এলাকার মামুনের বাড়ীর ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো।
সিদ্ধিরগঞ্জ থানা উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল থানা এলাকায় বিশেষ অভিযান ও গ্রেপ্তারী পরোয়ানা তামিল ডিউটিতে ছিল।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, মাদানীনগর চৌরাস্তায় আল্লাহ দান বিরিয়ানী নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর এক ব্যক্তি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে পুলিশের দলটি তাৎক্ষণিক সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রিপন কৌশলে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।
এ সময় তার দেহ তল্লাশী করে পরিহিত প্যান্টের পেছনের ডান পকেট থেকে সাদা কাগজে মোড়ানো অবস্থায় ৫১ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার ৩০০ টাকা।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীনূর আলম বলেন, গ্রেপ্তারকৃত রিপন রসুলবাগ এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পূর্বেরও ৪টির বেশি মাদক মামলা রয়েছে।
আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।