নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

১২ ডিসেম্বর ২০২৫

অসহায় রিকশাচালক পরিবারের মুখে হাসি ফোটালো নারায়ণগঞ্জ বসুন্ধরা শুভসংঘ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০১, ১২ ডিসেম্বর ২০২৫

অসহায় রিকশাচালক পরিবারের মুখে হাসি ফোটালো নারায়ণগঞ্জ বসুন্ধরা শুভসংঘ

একসময় প্যাডেল চালিত রিকশা ভালো চললেও বর্তমানে তেমন আর চলে না। যারা প্যাডেল চালিত রিকশা চালান তাদের কোনোরকম দিন যায়।

এমতাবস্থায় প্যাডেল চালিত রিকশাচালকদের সংসারের খরচ ছাড়া বাড়তি খরচ করাটা সাধ্যের বাইরে।নারায়ণগঞ্জে এমনই একজন রিকশাচালক পরিবারকে শীতবস্ত্র প্রদান করেছে বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটি। 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে শহরের মিশনপাড়া এলাকায় তারা এ শীতবস্ত্র প্রদান করেন। এসময় রিকশাচালক, তার স্ত্রী ও তার মেয়েকে চাঁদর, কম্বল, জ্যাকেট উপহার দেন তারা।

উপহার পেয়ে উচ্ছ্বসিত প্রকাশ করে রিকশাচালক মো. হাসান বলেন, ২৫ বছর ধরে নারায়ণগঞ্জ শহরে আমি রিকশা চালাই। বর্তমানে পায়েচালিত রিকশা হওয়ায় যাত্রীরা আমার রিকশাতে কম চড়ে। এর ফলে সামান্য আয় দিয়ে কম্বল, শীতের জামাকাপড় কেনার সামর্থ্য আমার হচ্ছিল না। বসুন্ধরা শুভসংঘ আমাদের পাশে দাঁড়ানোয় আমার পুরো পরিবারের অনেক উপকার হইছে। আমি সেজন্য বসুন্ধরা কোম্পানির জন্য দোয়া করি।

বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আলীনূর শরীফ শামীম বলেন, শুভ কাজে আমরা সবসময় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। বসুন্ধরা শুভ সংঘের মাধ্যমে আগামীতেও আমরা এমন কাজ অব্যাহত রাখবো।

বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মামুন বলেন, প্রতি বছরের ন্যায় আমরা এই বছরও এক অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করি। আমরা তা করতে পেরে আনন্দিত এবং গর্বিত।

বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট এমএসএ মনির বলেন, একটি পরিবারের সবাইকে শীতবস্ত্র প্রদান করতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি। আমি সবাইকে আহ্বান করবো, সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর।

এসময় আরও উপস্থিত ছিলেন নিউজ টুয়েন্টিফোরের নারায়ণগঞ্জ প্রতিনিধি শরীফ সুমন, বাংলাদেশ প্রতিদিনের নারায়ণগঞ্জ প্রতিনিধি মোবাশ্বির শ্রাবণ, কালের কণ্ঠের নারায়ণগঞ্জ প্রতিনিধি রাশেদুল ইসলাম রাজু, বসুন্ধরা শুভসংঘ নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি কামাল হোসেন কালিম, সাংগঠনিক সম্পাদক মেহেদী মনজুর বকুল, যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীপ বাপ্পী, প্রচার সম্পাদক রাসেল চৌধুরী, সাংবাদিক মেহেদী হাসান সজীব, মামুন আব্দুল্লাহ, ফুয়াদ হাসান প্রমুখ।#

সম্পর্কিত বিষয়: