নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১১ ডিসেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে অতর্কিত হামলা করে টাকা ছিনতাই, থানায় অভিযোগ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০৮, ১১ ডিসেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে অতর্কিত হামলা করে টাকা ছিনতাই, থানায় অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি আটোরিকশার গ্যারেজে অতর্কিত হামলা চালিয়ে একদল দুস্কৃতকারী। এসময় হামলা চালিয়ে নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী গ্যারেজ মালিক বাচ্চু মিয়া বাদী হয়ে দুই জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, একই এলাকার মালেকর ছেলে মো. সালাউদ্দিন (২৮) ও মৃত শহর আলীর ছেলে মো. কাশেম (৫০)।

গত সোমবার বিকালে সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা এলাকায় বিমান ভবনস্থ গলিতে এই হামলার ঘটনাটি ঘটে।

অভিযোগ সূত্রে জানা য়ায়, অভিযুক্ত মো. সালাউদ্দিন উক্ত অটোরিকশা গ্যারেজে গত সাত মাস ধরে মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন। গ্যারেজে কর্মরত থাকাকালীন বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে পরে সে। ভুক্তভোগী বিষয়টি নিয়ে অভিযুক্তকে শাসন করলে অভিযুক্ত মালিকের উপর ক্ষিপ্ত হয়ে বেপরোয়া আচরণ শুরু করেন।

অভিযুক্ত গত সাত মাস পূর্বে গ্যারেজে থাকাকালীন ভুক্তভোগীর কাছ থেকে নগদ ৪২ হাজার টাকা ধার হিসেবে নেন। পরে পাওনা টাকা চাইলে ভুক্তভোগীকে অকথ্য ভাষায় গালমন্দ করেন অভিযুক্ত। ভুক্তভোগী এর প্রতিবাদ করলে অভিযুক্তরা তাকে এলোপাথারি মারধর করে বিভিন্ন স্থানে জখম করেন।

সূত্রে আরও জানা যায়, পরে অন্য অভিযুক্তসহ অজ্ঞাত ২০/২৫ জন ব্যক্তিদের নিয়ে উক্ত গ্যারেজে অতর্কিত হামলা চালান। হামলা চালিয়ে গ্যারেজে থাকা নগদ এক লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহ আলম বলেন, গ্যারেজে হামলার বিষয়ে ভুক্তভোগী বাচ্চু মিয়া অভিযোগ দায়ের করেছেন। অভিযোগটির সত্যতা যাচাই করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।