আদালতে মামলা ও থানায় অভিযোগ দায়েরের জের ধরে এজমালি রাস্তায় চলাফেরা বিঘ্ন সৃষ্টি ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
এ ব্যাপারে ভূক্তভোগী শাহীন মিয়া বাদী হয়ে প্রতিবন্ধকতা সৃষ্টিকারি নাজমুল ও মোক্তার হোসেনের বিরুদ্ধে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি। এর আগে গত শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে বন্দর থানার ২০নং ওয়ার্ডের সোনাকান্দা স্কুলরোড এলাকায় এ ঘটনাটি ঘটে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর থানার সোনাকান্দা স্কুলরোড এলাকার মৃত দেলোয়ার হোসেন মিয়ার ছেলে শাহীন মিয়ার পৈত্রিক সম্পত্তি সর্বমোট ২০ শতাংশ জায়গা রয়েছে।
উল্লেখিত সম্পত্তি এজমালি রাস্তার ৪ ফুট উত্তর ও দক্ষিনে প্রতিপক্ষ একই এলাকার মৃত তোছাদ্দেক হোসেনের ২ ছেলে নাজমুল হোসেন ও মোক্তার হোসেন জোর পূর্বক ভাবে দক্ষিন দিকে এজমালি অংশের শেষ দিকে রাস্তা দখল করে রাখেছে। এ ঘটনায় নারায়ণগঞ্জ জজ আদালতে ৩৯(১২)১৮ নং মামলা দায়ের করি। বর্তমানে মামলাটি আদালতে চলমান রয়েছে।
উল্লেখিত ২ ভাই মামলা প্রত্যাহারের জন্য দীর্ঘ দিন ধরে মামলার বাদীকে প্রান নাশের হুমকি দিয়ে আসছিল। এ ছাড়াও উল্লেখিত বিবাদীগন এজমালি ৪ ফুট রাস্তার উপর দিয়ে পাইপ স্থাপন করার অপচেষ্টা চালায়। এ ব্যাপারে শাহীন মিয়া বাদী বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।
থানায় অভিযোগ দায়ের ও রাস্তা ব্যবহারের সূত্র ধরে গত শনিবার দুপুরে প্রতিপক্ষ নাজমুল ও মোক্তার হোসেনসহ অজ্ঞাত নামা ২/৩ জন অভিযোগের বাদীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারমুখি আচরনসহ প্রান নাশের হুমকি প্রদান করে।
এ ব্যাপারে অভিযোগের বাদী শাহীন মিয়া গণমাধ্যমকে আরো জানান, প্রতিপক্ষ নাজমুল সে নিজে তার পালিত ৫/৬টি হাঁসকে বিষপ্রয়োগ করে হত্যা করে এর দায় আমার ছেলের উপর চাপিয়ে দেওয়া অপচেষ্টা চালিয়ে আসছে।
এ অবস্থা থেকে রেহাই পাওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ভূক্তভোগী শাহীন মিয়াসহ তার পরিবার।


































