
বাংলাদেশে দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তার স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশ সরকার এর আর্থিক ও কারিগরি সহযোগিতায়, বাস্তবায়নে সহযোগী সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যকশন (ইপসা)।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলা ফতুল্লা ইউনিয়ন আমতলা (বাংলাদেশ খাদ সংলগ্ন) দলিত পল্লীতে ৪,৫,৬ ওয়ার্ডের মহিলা মেম্বার ফেরদৌসী আরা ও ইউপি সদস্য কাজী মাইনুউদ্দীন এর উদ্যোগে দলিত শ্রেণির লোকজনের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ে সচেতনতা মূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে গ্রাম আদালতের কার্যক্রম ও সেবা সম্পর্কে আলোচনা করেন গ্রাম আদালতের সদর উপজেলা সমন্বয়কারি ফরিদা ইয়াসমিন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য গ্রাম আদালতের গুরুত্ব সম্পর্কেও গ্রাম আদালতের লিফলেট বিতরণ করা হয়।