নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২১ অক্টোবর ২০২৫

নাহার চেস একাডেমির বিশ্ব শিশু দিবস দাবায় সৌর অপরাজিত চ্যাম্পিয়ন সাম্য রানার আপ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০৭, ২০ অক্টোবর ২০২৫

নাহার চেস একাডেমির বিশ্ব শিশু দিবস দাবায় সৌর অপরাজিত চ্যাম্পিয়ন সাম্য রানার আপ

বিশ্ব শিশু দিবস দাবা প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের প্রথম শ্রেণির রূপান্তর সৌর অপরাজিত চ্য্ম্পিয়ন হয়েছে। সাত খেলায় পূর্ণ ৭ পয়েন্ট অর্জন করে সৌর একক কৃতিত্ব দেখিয়েছে। রানার আপ হয়েছে।

একই স্কুলের দ্বিতীয় শ্রেণির সমাদধীত সাম্য। তার সংগ্রহ ৬ পয়েন্ট। তৃতীয় থেকে পঞ্চম স্থান অধিকার করেছে যথাক্রমে আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির অরুণ রায়, নারায়ণগঞ্ছ আইডিয়াল স্কুলের ষষ্ঠ শ্রেণির আলী সায়ের আহমাদ।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন পোলস্টার ক্লাবের সভাপতি এস এম বাতেন, নারায়ণগঞ্জ জেলা প্রবাসী ও প্রবাস ফেরত কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. আবু রায়হান ও দাবানুরাগী মো. শহীদুল ইসলাম স্বপন।

নাহার চেস একাডেমি আয়োজিত দিনব্যাপী এ প্রতিযোগিতাটি পরিচলানা করেন জাতীয় দাবা বিচারক ও একাডেমির প্রশিক্ষক মোহাম্মদ নাজমুল হাসান (রুমি)। সাত রাউন্ড রবিন লীগ পদ্ধতির এ প্রতিযোগিতাটি শহরের আমলাপাড়াস্থ নাহার চেস একাডেমি ক্রীড়াকক্ষে অনুষ্ঠিত হয়।
 

সম্পর্কিত বিষয়: