নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২২ অক্টোবর ২০২৫

না’গঞ্জকে মেট্রোরেল প্রকল্পে যুক্ত করতে রাজনৈতিক ব্যক্তিবর্গদের সাথে রেলওয়ে উপদেষ্টার বৈঠক 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৩৩, ২১ অক্টোবর ২০২৫

না’গঞ্জকে মেট্রোরেল প্রকল্পে যুক্ত করতে রাজনৈতিক ব্যক্তিবর্গদের সাথে রেলওয়ে উপদেষ্টার বৈঠক 

নারায়ণগঞ্জকে মেট্রোরেলে যুক্ত করা এবং চাষাঢ়া আন্ডারপাস নির্মাণে রেলভবনে জরুরি বৈঠক  অনুষ্ঠিত হয়েছে।

দীর্ঘদিনের দাবি অনুযায়ী নারায়ণগঞ্জকে মেট্রোরেল প্রকল্পের চলমান নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা এবং শহরের যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা চাষাঢ়া থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত একটি আন্ডারপাস নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্দেশ্যে ২১ অক্টোবর মঙ্গলবার দুপুরে রাজধানীর রেলওয়ে ভবনে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

​রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে এই বৈঠকে নারায়ণগঞ্জ জেলা থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

​​ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর চলমান কোনো একটি লাইনের (সম্ভাব্য এমআরটি-২ বা এমআরটি-৭) বর্ধিতাংশের মাধ্যমে নারায়ণগঞ্জ শহরকে যুক্ত করার সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়। নারায়ণগঞ্জের প্রতিনিধিরা এ সময় জানান যে, জেলার অসংখ্য কর্মজীবী মানুষ প্রতিদিন ঢাকায় যাতায়াত করেন, তাই দ্রুত ও আধুনিক গণপরিবহন হিসেবে মেট্রোরেল এখানে অপরিহার্য।

এছাড়াও চাষাঢ়া মোড় ও এর আশপাশের এলাকায় তীব্র যানজট নিরসনে চাষাঢ়া রেলগেট থেকে নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশন পর্যন্ত একটি আন্ডারপাস নির্মাণের গুরুত্ব তুলে ধরা হয়। এতে রেললাইনের কারণে সৃষ্ট দীর্ঘ যানজট থেকে শহরবাসী মুক্তি পাবে বলে তারা মতপ্রকাশ করেন।

​বৈঠকে উপস্থিত রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা  মুহাম্মদ ফাওজুল কবির খান  নারায়ণগঞ্জবাসীর এই দুই গুরুত্বপূর্ণ দাবির যৌক্তিকতা মনে করে ​তিনি জানান, নারায়ণগঞ্জকে মেট্রোরেল নেটওয়ার্কের আওতায় আনার বিষয়টি সরকারের উচ্চপর্যায়ের বিবেচনায় রয়েছে।

এছাড়াও ​চাষাঢ়া আন্ডারপাসের বিষয়ে রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়, এই প্রকল্পের নকশা এবং ব্যয় নির্ধারণের জন্য আগামী ২৭ অক্টোবর সোমবার একটি টেকনিক্যাল টিম সরেজমিনে নারায়ণগঞ্জ পরিদর্শন করবে। 

 

​নারায়ণগঞ্জের রাজনৈতিক প্রতিনিধিরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দ্রুত এই প্রকল্পগুলো বাস্তবায়নের দাবি জানান। তারা আশাবাদী, এই প্রকল্পগুলো আলোর মুখ দেখলে ঢাকা-নারায়ণগঞ্জ যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

 

এসময় উপস্থিত ছিলেন নাসিক প্রশাসক ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু), সিনিয়র সহ-সভাপতি মোঃ মোরশেদ সারোয়ার (সোহেল), সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর, মহানগর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ  আবদুল জব্বার, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, আমরা নারায়ণগঞ্জ বাসীর সভাপতি আলহাজ্ব নুরুদ্দিন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি পরিচালক আহমেদুর রহমান তনু প্রমূখ।

সম্পর্কিত বিষয়: