নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৭ জানুয়ারি ২০২৬

  সেরা বৈশ্বিক রপ্তানিকারী প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল মডেল গ্রুপ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৫৬, ২৭ জানুয়ারি ২০২৬

  সেরা বৈশ্বিক রপ্তানিকারী প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল মডেল গ্রুপ

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের জন্য এক গর্বের মুহূর্ত। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রিটেইল ব্র্যান্ড প্রাইমার্ক এর বৈশ্বিক সাপ্লায়ার নেটওয়ার্কের আওতায় থাকা বিভিন্ন দেশের সাপ্লায়ারের মধ্যে মডেল গ্রুপ গ্লোবালি ১ম স্থান অর্জন করেছে। 
নির্দিষ্ট ক্রাইটেরিয়া অনুসরণ করে এই সম্মাননা দেওয়া হয়। উৎপাদন দক্ষতা, নিঁখুত গুণগত মান, সময়ানুবর্তিতা, কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড এবং টেকসই কর্মপরিবেশ নিশ্চিতকরণ, শক্তিশালী এবং বিশ্বস্ত অংশীদারিত্ব- এই সকল সূচকে ধারাবাহিক উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে চজওগঅজক কর্তৃপক্ষ মডেল ডি ক্যাপিটালকে এ মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করে।
প্রাইমার্ক বাছাই প্রক্রিয়ায় যুক্ত হয়। বাংলাদেশ থেকে প্রাইমার্ক এর সকল সাপ্লায়ার প্রতিষ্ঠান এই বাছাই প্রক্রিয়ায় যুক্ত হয়। এর মধ্যে বাংলাদেশ, ভারত ও চিন যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করে।
মডেল ডি ক্যাপিটালের এই অর্জন কেবল একটি প্রতিষ্ঠানের সাফল্য নয়; বরং এটি বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের দক্ষতা, সক্ষমতা ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় নেতৃত্ব দেওয়ার সক্ষমতার শক্ত প্রমাণ। 
প্রতিষ্ঠানটির আধুনিক ব্যবস্থাপনা, দক্ষ মানবসম্পদ, কার্যকর প্রশিক্ষণ ব্যবস্থা এবং শ্রমিকবান্ধব কর্মসংস্কৃতি এই সাফল্যের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। এই অর্জন সম্ভব হয়েছে সমগ্র কর্মীবাহিনীর আন্তরিকতা, কর্মী এবং ব্যবস্থাপনা, নিষ্ঠা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে।
এ বিষয়ে মডেল ডি ক্যাপিটালের পক্ষ থেকে জানানো হয়, “এই স্বীকৃতি মডেল গ্রুপের সম্মিলিত প্রচেষ্টা ও প্রতিশ্রুতির ফল। মডেল গ্রুপ বিশ্বাস করে, দক্ষতা ও মানবিক ব্যবস্থাপনার সমন্বয়ের মাধ্যমেই টেকসই শিল্প গড়ে তোলা সম্ভব। ভবিষ্যতেও আন্তর্জাতিক মান বজায় রেখে বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে মডেল গ্রুপ অঙ্গীকারবদ্ধ।”
উল্লেখ্য, প্রাইমার্ক বিশ্বব্যাপী দায়িত্বশীল সোর্সিং ও উচ্চ মানসম্পন্ন উৎপাদনের জন্য পরিচিত একটি ব্র্যান্ড। তাদের কাছ থেকে এ ধরনের স্বীকৃতি অর্জন বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
মডেল গ্রুপ প্রাইমার্ক গ্লোবাল অফিসের পাশাপাশি চজওগঅজক বাংলাদেশ অফিসের প্রতি তাদের অবিরাম নির্দেশনা, সহযোগিতা এবং আস্থার জন্য আন্তরিক ধন্যবাদ জানায়। একই সাথে এই সাফল্যে অবদান রাখা সকল স্টেকহোল্ডারকেও অভিবাদন জানায়।