
আড়াইহাজারে বিএনপির নেতার ছেলে ইমন হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই। গ্রেপ্তাররা হলেন, মামলার এজাহারভুক্ত আসামি আড়াইহাজার উপজেলার মারুয়াদী এলাকার বাসিন্দা আল মাহাবুব (৩৭) ও তার বাবা দিল মোহাম্মদ (৬৫)।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে পিবিআই পুলিশ দশ দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে প্রেরণ করলে আদালতের বিচারক তাদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পুলিশ পরিদর্শক আব্দুল কাইয়ুম খান। এরআগে মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সদর থানার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পিবিআই জানায়, ঘটনাটি ঘটে গত ৫ অক্টোবর রাত ৮টার দিকে আড়াইহাজার উপজেলার মারুয়াদী বাজার এলাকায়। স্থানীয়রা অটোরিকশা চুরির অভিযোগে এক যুবক এমরানকে আটক করে।
খবর পেয়ে বাদী সিরাজ মিয়া তার দুই ছেলে ইমন (২৪) ও ফয়সালকে নিয়ে ঘটনাস্থলে গেলে এমরানকে ছাড়িয়ে নিতে অন্য আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।
এতে ইমন গুরুতর আহত হন এবং দুদিন পর ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মামলাটি আড়াইহাজার থানায় দায়ের করা হলেও পরে তদন্তের দায়িত্ব পায় পিবিআই নারায়ণগঞ্জ। মামলায় ১০ জনকে আসামি করা হয়।
পিবি আই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো: মোস্তফা কামাল রাশেদ,বিপিএম জানান, গোপন তথ্য ও প্রযুক্তির ভিত্তিতে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। পরে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।