নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২২ অক্টোবর ২০২৫

সিদ্ধিরগঞ্জে দুদক আয়োজিত বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২৯, ২২ অক্টোবর ২০২৫

সিদ্ধিরগঞ্জে দুদক আয়োজিত বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

শিক্ষার্থীদের মাঝে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক আয়োজিত ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, নারায়ণগঞ্জ’র সহযোগিতায় স্কুল ভিত্তিক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৫’র পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) সকালে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে এই পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ’র উপ-পরিচালক মো: ইসমাইল হোসেন। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, নারায়ণগঞ্জ’র উপদেষ্টা ডা: শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য বিল্লাল হোসেন রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ’র উপসহকারী পরিচালক মো: তারেক মিয়া, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, নারায়ণগঞ্জ’র সাধারণ সম্পাদক বাবুল কৃষ্ণ সাহা, বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহেদুল হক, সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, পুরস্কারপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, এনজিবি’র আহবায়ক মেহরাব হোসেন প্রভাত, বিউবোর প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরামের মোক্তাদির হোসেন রিদয় প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি। বিজয়ীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিউবো মাধ্যমিক বিদ্যালয়, নারায়ণগঞ্জ, (রাইহা তাসমিয়া, অরশিন রহমান, তাবাসসুম ইসলাম, শ্রেষ্ঠ বক্তা রাইহা তাসমিয়া), রানার্সআপ হয়েছে নারায়ণগঞ্জ ক্যামব্রিরিয়ান স্কুল এন্ড কলেজ (নাদিয়া আক্তার, ইসরাত জাহান সায়মা, মার্জিয়া বিনতে ইসলাম)।

রচনা প্রতিযোগিতায় ৮ম শ্রেণি থেকে প্রথম হয়েছেন, নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সাইয়ারা জান্নাত, দ্বিতীয় হয়েছে বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী হাসনা হেনা তাসনিম ও তৃতীয় হয়েছে একই শিক্ষা প্রতিষ্ঠানের শেখ মাহমুদা ইশরাক মায়িশা।

৯ম ও ১০ম শ্রেণি থেকে প্রথম হয়েছে বিউবো মাধ্যমিক বিদ্যালয়, সিদ্ধিরগঞ্জ’র দশম শ্রেণির শিক্ষার্থী রাইহা হাসমিয়া, দ্বিতীয় হয়েছে বিবি মরিয়ম বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৯ম শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান ইভা, তৃতীয় হয়েছে নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী আফিয়া রাইসা।

চিত্রাঙ্কনে প্রথম হয়েছে আমলাপাড়া আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী তাকসির হোসেন, দ্বিতীয় হয়েছে একই বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মাইশা রহমান স্নিগ্ধা, তৃতীয় হয়েছে নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের ৩য় শ্রেণির শিক্ষার্থী জ্যোতিরাদিত্য দেবনাথ।