
নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল বলেছেন, ‘নারীরা পিছিয়ে থাকলে সমাজের উন্নয়ন সম্ভব নয়।’ তার ভাষায়, রাষ্ট্র ও সমাজকে এগিয়ে নিতে হলে নারীদের প্রতিটি ক্ষেত্রেই সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে শহরের আমলাপাড়াস্থ নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সহকারী প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াসমিনসহ শিক্ষকরা ফুল দিয়ে আবু জাফর বাবুলকে বরণ করেন।
বাবুল তার বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ২৪তম দফা ‘নারীর মর্যাদা, সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ’ এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ‘নারী শিক্ষার অগ্রগতি ছাড়া কোনো সমাজ এগোতে পারে না। শিক্ষা, কর্মসংস্থান ও নিরাপত্তায় নারীরা সমান সুযোগ না পেলে টেকসই উন্নয়ন অসম্ভব।
আলোচনার এক পর্যায়ে শিক্ষার্থীরা স্কুলের নানা সমস্যা তুলে ধরেন। জরাজীর্ণ ভবন ও পর্যাপ্ত বৈদ্যুতিক পাখার (ফ্যান) অভাবে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে বলে জানালে আবু জাফর বাবুল ফ্যান সরবরাহের ব্যবস্থা করেন।
স্কুলের সিনিয়র শিক্ষক মতিউর রহমান বলেন, ‘অত্র প্রতিষ্ঠানের যেকোনো উন্নয়নমূলক কাজে বাবুল ভাই সবসময় পাশে থেকেছেন। শিক্ষকদের বসার চেয়ার-টেবিলের সংকটের কথা জানানোর পরপরই তিনি ব্যবস্থা করেছিলেন।
তিনি আরো জানান, ‘বাবুলের অর্থায়নে স্কুলে শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন স্থাপনের কাজ চলছে।’
অনুষ্ঠানের শেষ অংশে আবু জাফর আহমেদ বাবুল স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের উন্নয়ন মানে আমার নিজের ঘরের উন্নয়ন। আমি সবসময় এই শহরের মানুষের পাশে থাকতে চাই।’
তিনি উপস্থিত সবার কাছে দোয়া প্রার্থনা করেন এবং নারায়ণগঞ্জের নারী শিক্ষা ও মানবসম্পদ বিকাশে অব্যাহতভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।