নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

৩০ আগস্ট ২০২৫

আমরা কারো লোক নই, আমরা বিএনপি’র লোক : সানি

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৫৪, ২৯ আগস্ট ২০২৫

আমরা কারো লোক নই, আমরা বিএনপি’র লোক : সানি

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) গোগনগর ইউনিয়ন শাখার প্রয়াত সভাপতি মোঃ আবুল কাশেম সরদারের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে সৈয়দপুর উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে গোগনগর ইউনিয়ন শাখা জাসাসের উদ্যোগে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনিসুল ইসলাম সানি।

তিনি প্রয়াত সহকর্মীর আত্মার মাগফিরাত কামনা করে প্রধান অতিথির বক্তব্যে আনিসুল ইসলাম সানি বলেন,“প্রয়াত নেতাদের পরিবারের খোঁজখবর রাখার জন্য আমি বিএনপির নেতৃবৃন্দকে বলেছি। প্রয়োজনে যেকোনো সুবিধা-অসুবিধার বিষয়ে আমাকে জানানোর জন্যও বলেছি। গোগনগরে অনেক নেতা-কর্মীর সঙ্গে আমার আত্মার সম্পর্ক ছিল, যারা এখন আর নেই।

১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ থেকে ধানের শীষ প্রতীকে এম. সাত্তার ও জালাল হাজীএমপি নির্বাচিত হয়েছিলেন। তারা দুজনই প্রয়াত। তাদের নির্বাচনের দেখভাল করার দায়িত্ব আমার ওপরই ছিল। তখন থেকেই আমার গোগনগরে নিয়মিত আসা-যাওয়া শুরু হয়।”

তিনি আরও বলেন,“পরবর্তীতে সিরাজ সাহেবের নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার ওপর দায়িত্ব দিয়েছিলেন। তখন আমি গোগনগরে এসে কথা দিয়েছিলাম, বিএনপি ক্ষমতায় এলে কদমতলী ও শহীদনগরে একটি ব্রিজ নির্মাণ করা হবে।

১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করার পর সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছি। গোগনগর ইউনিয়ন বিএনপির নেতা রমিজ উদ্দিন সিকদার প্রায়ই ফজরের আগে আমার সঙ্গে দেখা করতে যেতেন। সেই ব্রিজ নির্মাণে তার অবদান অবশ্যই স্বীকার করতে হবে।”

আনিসুল ইসলাম সানি জাসাসের ইতিহাস তুলে ধরে আরও বলেন, “জাগো দল হয়েছিল ১৯৭৮ সালে, যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে ‘হ্যাঁ-না’ ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরে বিচারপতি আবদুস সাত্তারকে আহ্বায়ক করে জাগদল গঠিত হয়।

এ জাগদল থেকেই ১৯৭৮ সালে জাতীয়তাবাদী ফ্রন্ট গঠন করা হয়, যেখানে মুসলিম লীগ, পিপলস পার্টি, ভাষানী ন্যাপ যোগ দেয়। সেই নির্বাচনে গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থী হিসেবে জিয়াউর রহমান এক কোটি ভোটের ব্যবধানে রাষ্ট্রপতি নির্বাচিত হন।

পরবর্তীতে ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর জাগদলের নাম পরিবর্তন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) করা হয়। সেই জাগদল থেকেই আমার রাজনৈতিক যাত্রা শুরু।”

তিনি নেতা-কর্মীদের উদ্দেশে সতর্ক করে বলেন, “আমরা কারও লোক নই, বিএনপির লোক। নিজেদের মধ্যে গ্রুপিং সৃষ্টি করবেন না। যাকে নমিনেশন দেওয়া হবে, তার সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিএনপিতে কোনো চাঁদাবাজ, ধান্দাবাজ ও বি-খাউজদের জায়গা হবে না, সবাইকে সতর্ক থাকতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোগনগর ইউনিয়ন শাখা জাসাসের সিনিয়র সহ-সভাপতি আব্দুল লতিফ সিকদার এবং  সদর থানা জাসাসের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ মাসুম এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সিনিয়র সহ-সভাপতি ডাঃ এম এ লতিফ তুষার, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হারুন অর রশিদ খান মুকুল, গোগনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ আক্তার হোসেন,নারায়ণগঞ্জ সদর থানা (জেলা) জাসাস সভাপতি কবির হোসেন সিকদার,নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম সরদার, সদর থানা (জেলা) জাসাস সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম সরদার, জেলা জাসাসের কার্যনির্বাহী সদস্য মোঃ জামাল হোসেন সরদার।

নারায়ণগঞ্জ সদর থানা (জেলা) জাসাসের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ মাসুম এর সঞ্চালনায় এবং গোগনগর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ ইয়ার হোসেন মোল্লার সার্বিক তত্তাবধানে অন্যান্যদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সহ-সভাপতি মোঃ  মোক্তার হোসেন, এড. মতিউর রহমান মতিন, জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক এ কে এম আনোয়ার হোসেন সুমন, নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য শেখ মাগফুর ইসলাম পাপন, সদর থানা (জেলা) জাসাসের সিনিয়র সহ-সভাপতি মোঃ রহমত উল্লাহ ফকির, সহ-সভাপতি মোঃ কবির হোসেন শেখ,যুগ্ম সম্পাদক সরদার মোঃ আবুল কাশেম,মোঃ আক্তার হোসেন খাঁন, আলীরটেক ইউনিয়ন জাসাস সভাপতি মোঃ দিদার হোসেন,সাধারণ সম্পাদক মোঃ আকরাম হোসেন সাগর, সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেন, গোগনগর ইউনিয়ন জাসাসের সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মোতালিব, দপ্তর সম্পাদক মোঃ আলমগীর হোসেন ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত বিষয়: