
ফতুল্লার বক্তাবলীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট-২০২৫-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় এই জমকালো আয়োজনটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব। টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজ্বী মোঃ আব্দুর রশিদ।
ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন বক্তাবলী ইউনিয়ন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সলিমুল্লাহ প্রধান জুয়েল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর মোঃ আনোয়ার হোসেন।
৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মীর মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি আকবর আলী সুমন, বক্তাবলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পুরো টুর্নামেন্টটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বক্তাবলী ইউনিয়ন ৩নং ওয়ার্ড ছাত্রদলের সদ্য সাবেক সভাপতি তালফাত আহাম্মদ প্রধান (তালহা)। তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন আদনান আহম্মেদ, রওনক মীর, মিমহা প্রধান, সিনহা প্রধান, আরাফাত প্রধান, মীর মোঃ আজমীর ও হোসাইন প্রধান প্রমুখ।
ফাইনাল খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে ট্রফি ও অন্যান্য পুরস্কার বিতরণ করা হয়। এসময় খেলাপ্রেমী এলাকাবাসীর উপস্থিতিতে পুরো মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।