
সোনারগাঁ (নারায়ণগঞ্জ):আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গনসংযোগ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সমন্বয়ক তুহিন মাহামুদ।
শুক্রবার (২৯ আগষ্ট) বিকেলে উপজেলার নোয়াগাঁও ও কাচঁপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের কাছে দোয়া চান।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সোনারগাঁ উপজেলা প্রধান সমন্বয়ক শাকিল সাইফুল্লাহ ,উপজেলা যুগ্ম সমন্বয়ক খন্দকার পনির সহ দলীয় নেতাকর্মী।
গনসংযোগকালে তুহিন মাহামুদ বলেন, মানুষের মধ্যে নতুন রাজনীতির আকাঙ্ক্ষা তৈরী হয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ন নির্বাচনের অপেক্ষায় আছে। আমরা সব জায়গায় সারা পাচ্ছি। তাই আমাদের কার্যক্রম আরো প্রসারিত করতে চাই।