
সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণপাড়ায় অবস্থিত বেঙ্গল টেক গার্মেন্টস এক্সেসরিজ কারাখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) দুপর পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে আদমজী নগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
বেঙ্গল টেকের মালিক কামরুজ্জামান জুয়েল বলেন, হঠাৎ করে জুমা নামাজের পরে আগুন লেগে আমার কারাখানার প্রায় সব মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আল্লাহর রহমতে কোনো প্রাণহানি ঘটেনি।
স্থানীয়রা জানায়, আগুন ছড়িয়ে পড়ার পর তারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা চালায়, পরে ফায়ার সার্ভিস এসে নিয়ন্ত্রণে আনে।