নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

৩১ আগস্ট ২০২৫

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে রিয়াজুল ইসলাম রিয়াজের শুভেচ্ছা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:০০, ৩১ আগস্ট ২০২৫

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে রিয়াজুল ইসলাম রিয়াজের শুভেচ্ছা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ। 

তিনি বলেন, ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশমাতৃকার মুক্তি, সার্বভৌমত্ব রক্ষা, জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং একটি আত্মনির্ভরশীল, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এই দল প্রতিষ্ঠা করেন। 

প্রতিষ্ঠার পর থেকেই বিএনপি বাংলাদেশের রাজনীতিতে গণমানুষের দল হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং বারবার দেশের সংকটকালে জনগণের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করেছে।

বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি হলো দেশের স্বাধীনতা, গণতন্ত্র, জাতীয়তাবাদ ও মানুষের মুক্তির সংগ্রামের প্রতীক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণা—“বাংলাদেশী জাতীয়তাবাদ” আজ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন হয়ে আছে। 

শহীদ রাষ্ট্রপতি জিয়ার সেই আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রাম, এবং দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব আমাদের আগামী দিনের আশার বাতিঘর।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি—ঐক্য, সাহস, সত্য ও গণতন্ত্রের পথে অটল থেকে বিএনপি আবারও গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। 

আসুন, আমরা সকলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধ হই, এবং একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।
 

সম্পর্কিত বিষয়: